TRENDING:

Bengali News: বট-অশ্বত্থের ঝুরির ফাঁকে উঁকি দেয় অসামান্য শিল্পকলা! ৯০০ বছর ধরে দাঁড়িয়ে এই মন্দির

Last Updated:

১১৩৩ সালে স্থাপিত হয়েছিল এই রাধা দামোদর এবং শৈলেশ্বরের শিব মন্দির। এর পিছনের ইতিহাসটা একটু অন্যরকম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বিশ্বের দরবারে সমাদৃত টেরাকোটা শিল্প একসময় গ্রাম বাংলার প্রাচীন মন্দির গাত্রে ভরে থাকত। কিন্তু যত্নের অভাবে প্রাচীন টেরাকোটা স্থাপত্যের ভগ্নদশা, বদলে যাচ্ছে চিত্র। এর‌ই মধ্যে বাংলায় যে সমস্ত প্রাচীন স্থাপত্য, শিল্পের নিদর্শন এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের মধ্যে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে গোঘাট-২ ব্লকের ইদলবাটি গ্রামের রাধা দামোদর এবং শৈলেশ্বর শিব মন্দির।
advertisement

আরও পড়ুন: খড় বোঝাই চলন্ত গাড়ি দাউদাউ করে জ্বলে উঠল! দেখুন ভিডিও

১১৩৩ সালে স্থাপিত হয়েছিল এই রাধা দামোদর এবং শৈলেশ্বরের শিব মন্দির। এর পিছনের ইতিহাসটা একটু অন্যরকম। তৎকালীন বর্ধমানের জমিদার খণ্ডঘোষের কোঙার পরিবারকে ইদলবাটি গ্রামে পাঠিয়েছিলেন জমিদারি করার জন্য। ৪৯৯ বিঘা জমির দেখভালের জন্য ইদলবাটি গ্রামে পাঠানো হয়েছিল কোঙার পরিবারকে। জমিদারি করতেন কোঙার পরিবার এবং তার খাজনা আদায় করে বর্ধমানে পাঠানো হত। সেই জমিদারদেরই একজন তুলসি দাস রাধা দামোদর ও শৈলেশ্বর শিবের মন্দির ইদলবাটি গ্রামে প্রতিষ্ঠা করেন। সেই মন্দির আজও ১১ পুরুষ ধরে ইদলবাটির কোঙার পরিবার ধারক-বাহক হিসেবে আগলে রেখে আসছে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

টেরাকোটা কথাটি একটি ল্যাটিন শব্দ। টেরা অর্থাৎ মাটি, কোটা অর্থাৎ পোড়ানো। সব ধরনের পোড়া মাটির তৈরি শিল্পই টেরাকোটা শিল্প নামে পরিচিত। বাংলাজুড়ে পোড়ামাটির ভাস্কর্যের নিদর্শন দেখা যায়। কিন্তু যথোপযুক্ত রক্ষণাবেক্ষনের ‌অভাবের কারণে অসাধারণ ভাস্কর্যের নির্দশন থাকা সত্ত্বেও এই দুই মন্দির অবহেলায় ভগ্ন দশায় পরিণত হয়েছে। তবুও এখনও মন্দিরের গায়ে গজিয়ে ওঠা বট অশ্বত্থের পাতা, কাণ্ড আর ঝুরির ফাঁকে উঁকি দেয় মন্দির গাত্রের অসামান্য শিল্পকলা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অন্ধকারে ঢেকে যায় গোটা গ্রাম, দাউদাউ করে জ্বলে মশাল, তারপরই বেরয় বড়মা-ছোটমা সঙ্গে ভৈরব
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Bengali News: বট-অশ্বত্থের ঝুরির ফাঁকে উঁকি দেয় অসামান্য শিল্পকলা! ৯০০ বছর ধরে দাঁড়িয়ে এই মন্দির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল