আরও পড়ুন
সোনম-আনন্দের বিয়েতে কন্ডোম শুভেচ্ছা ! ভাইরাল হল ট্যুইট
বিয়ে হয়েছে মে মাসের প্রথম সপ্তাহে ৷ রিশেপসনের পরেই সোনম উড়ে গিয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে ৷ আনন্দের সঙ্গে সময় কাটানোর প্রায় সুযোগই ঘটেনি সোনমের ৷ অন্যদিকে, আনন্দ মুম্বইয়ে সংসার পাতার জন্য বাড়ি খুঁজে যাচ্ছিলেন ৷ এমনকী, অনিল কাপুর তাঁকে ঘর জামাই হওয়ার অফারও দেন ৷ তবে আপাপত সব ব্যস্ততায় ইতি ৷ ইনস্টাগ্রামে সোনম ইঙ্গিত দিলেন, এবার তাঁরা হানিমুনের জন্য একেবারে তৈরি ৷ গ্রিসেই মধুচন্দ্রিমায় মাততে চলেছেন সোনম ও আনন্দ ৷
advertisement
Location :
First Published :
May 22, 2018 1:52 PM IST