TRENDING:

কারাদণ্ডের বিরুদ্ধে আপিল নওয়াজের, আজ শুনানি ইসলামাবাদ হাইকোর্টে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: এবার আদালতের রায়কে চ্যালেঞ্জ জানালেন দুর্নীতি মামলায় অভিযুক্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর কন্যা মারিয়ম । ১৬ জুলাই পৃথকভাবে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেন নওয়াজ, তাঁর কন্যা মারিয়াম ও জামাই মহম্মদ সফদর । এই বিষয়ে আজ শুনানি শুরু হবে ইসলামাবাদ হাইকোর্টে ।
advertisement

১৩ জুলাই লাহোর থেকে গ্রেপ্তার হন নওয়াজ ও কন্যা মারিয়ম । অ্যাভেনফিল্ড দুনীর্তি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল পাকিস্তানের অ্যাকাউন্টেবিলিটি আদালত ৷ কন্যা মরিয়ম নওয়াজকেও ৭ বছরের জেল ও ২০ লক্ষ পাউন্ড জরিমানা করেছিল আদালত ৷ শরিফের জামাই তথা মরিয়মের স্বামী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সফদরকেও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত ৷ এই মুহুর্তে তিনজনেই আছেন রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ।

advertisement

আরও পড়ুন: দুর্নীতি মামলায় অভিযুক্ত খালেদা জিয়ার জামিনের মেয়াদ শেষ , আজ শুনানি ঢাকা আদালতে 

সেরা ভিডিও

আরও দেখুন
'রনা' ডাকাতের নাম থেকেই হয় আজকের 'রানাঘাট'! আগে নাম কি ছিল জানেন? রনা ডাকাতের পরিচয় জানুন
আরও দেখুন

পৃথক এই আপিলগুলিতে অ্যাভেনফিল্ড রায়টিকে ত্রুটিপুর্ণ বলে দাবি করা হয়েছে ও অ্যাকাউন্টেবিলি কোর্টের রায়টিকে নাকচ করার জন্য আবেদন করা হয়েছে । এছাড়াও অন্য একটি অ্যাকাউন্টেবিলিটি কোর্টে এই মামলাটি স্থানান্তরিত করার জন্য আরেকটি আপিল করেছেন শরিফের উকিল । আজ চুড়ান্ত রায়ের অপেক্ষায় পিএমএল-এন।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
কারাদণ্ডের বিরুদ্ধে আপিল নওয়াজের, আজ শুনানি ইসলামাবাদ হাইকোর্টে