বহুদিন থেকেই চলছিল নীল নকশা তৈরির কাজ ৷ মে মাসের প্রথম সপ্তাহে সলমনের বাড়ির চত্বরে গিয়ে পরিস্থিতি সরে জমিনে দেখতে গিয়েছিলেন ৷ তুলেছিলেন কিছু ছবিও ৷ কুখ্যাত লরেন্স বিষ্ণৌ নামে সংগঠনের সঙ্গে যুক্ত নেহরা ও তার সংগঠন সোশ্যাল নেটওর্য়কে বেশ পরিচিত ৷
খুন ডাকাতি সহ এক ডজন মামলা আছে কুখ্যাত সম্পত নেহরার নামে ৷ তার সংগঠনই সলমনকে প্রাণে মারার হুমকি দিয়েছিল জানুয়ারিতে ৷
advertisement
নেহরা রাজস্থানের বাসিন্দা কৃষ্ণসার হরিণ মামলায় যোধপুর আদালত সলমনকে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল ৷ ১৯৯৯ সালে সূরজ বরজাতিয়ার হাম সাথ সাথ হ্যায় ছবির শুট চলাকালীন এই বিরল প্রজাতির হরিণ শিকার করেছিলেন সুপারস্টার সলমন খান ৷ পরে দু'রাত কারাবাসের পরে জামিনে মুক্ত হয়েছেন সলমন ৷
আরো পড়ুন এবার ইদে বক্স অফিসে ঝড় তুলতে আসছে সলমনের রেস ৩, আপনি প্রস্তুত তো ?
advertisement
Location :
First Published :
June 10, 2018 3:26 PM IST