TRENDING:

ফাঁস হল সলমন খান খুনের ভয়ঙ্কর ছক

Last Updated:

ছকে ছিলেন বলিউড সুপারস্টার সলমন খানকে খুন করার ছক ৷ পুলিশের দক্ষতায় তা বানচাল হয়েছে ৷ হরিয়ানা পুলিশের সূত্র ধরে এগিয়েই সাফল্য এসেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ছকে ছিলেন বলিউড সুপারস্টার সলমন খানকে খুন করার ছক ৷ পুলিশের দক্ষতায় তা বানচাল হয়েছে ৷ হরিয়ানা পুলিশের সূত্র ধরে এগিয়েই সাফল্য এসেছে ৷ অবশেষে হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে গ্যাংস্টার সম্পত নেহরাকে ৷ এক সময়ে এই সম্পত নেহরা জাতীয় স্তরের ক্রীড়াবিদ ছিলেন ৷ তার বাবা হরিয়ানা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মী ৷
advertisement

বহুদিন থেকেই চলছিল নীল নকশা তৈরির কাজ ৷ মে মাসের প্রথম সপ্তাহে সলমনের বাড়ির চত্বরে গিয়ে পরিস্থিতি সরে জমিনে দেখতে গিয়েছিলেন ৷ তুলেছিলেন কিছু ছবিও ৷ কুখ্যাত লরেন্স বিষ্ণৌ নামে সংগঠনের সঙ্গে যুক্ত নেহরা ও তার সংগঠন সোশ্যাল নেটওর্য়কে বেশ পরিচিত ৷

খুন ডাকাতি সহ এক ডজন মামলা আছে কুখ্যাত সম্পত নেহরার নামে ৷ তার সংগঠনই সলমনকে প্রাণে মারার হুমকি দিয়েছিল জানুয়ারিতে ৷

advertisement

নেহরা রাজস্থানের বাসিন্দা কৃষ্ণসার হরিণ মামলায় যোধপুর আদালত সলমনকে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল ৷ ১৯৯৯ সালে সূরজ বরজাতিয়ার হাম সাথ সাথ হ্যায় ছবির শুট চলাকালীন এই বিরল প্রজাতির হরিণ শিকার করেছিলেন সুপারস্টার সলমন খান ৷ পরে দু'রাত কারাবাসের পরে জামিনে মুক্ত হয়েছেন সলমন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

আরো পড়ুন এবার ইদে বক্স অফিসে ঝড় তুলতে আসছে সলমনের রেস ৩, আপনি প্রস্তুত তো ?

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ফাঁস হল সলমন খান খুনের ভয়ঙ্কর ছক