TRENDING:

ফের শহরে উড়ালপুল আতঙ্ক ! ডানলপ ব্রিজে ভেঙে পড়ল হাইটবার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রক্ষণাবেক্ষণের অভাবে বিপজ্জনক অবস্থায় রয়েছে ডানলপ ব্রিজ ৷ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে সাধারণ মানুষ ৷ কিছুদিন আগেই সংবাদ শিরোনামে এসেছিল খবরটি ৷ সেই খবরের পর একমাস কাটতে না কাটতেই বিপত্তি ৷
advertisement

শুক্রবার গভীর রাতে আচমকাই ভেঙে পড়ে ডানলপ ব্রিজের হাইটবার ৷ বন্ধ করে দেওয়া হয় গাড়ি চলাচল ৷ সেই ঘটনার পর বেশ কয়েকঘণ্টা কেটে গেলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি ৷

প্রসঙ্গত, মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর সতর্কতা জারি হয়েছিল রাজ্যের বেশ কয়েকটি উড়ালপুলে ৷ সেই তালিকাতেই ছিল ডানলপ ব্রিজও ৷ ডানলপ উড়ালপুলে বড় গাড়ি আটকানোর জন্য হাইটবার লাগানো হয়েছিল ৷ কিন্তু কয়েকদিন আগে লাগানো হাইটবার কীভাবে ভেঙে পড়ল সেই নিয়ে প্রশ্ন উঠেছে ৷

advertisement

আরও পড়ুন: হঠাৎ শ্মশানে হইচই! ‘তেনারা’ নন, চলল VVPAT-র ডেমো

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শহরতলী থেকে ডানলপ ব্রিজ হয়ে একাধিক মালবাহী গাড়ি ঢোকে শহরে ৷ কিন্তু মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর কড়া সতর্কতা জারি হয় ডানলপ ব্রিজে ৷ বন্ধ করে দেওয়া হয়েছিল বড় গাড়ি চলাচল ৷ ব্রিজের স্বাস্থ পরীক্ষা করে পূর্ত দফতর জানিয়েছিল, ডানলপ সেতুর পিলারের উপরের গার্ডারগুলিকে য বিয়ারিংয়ের মারফত আটকে রাখা হয়েছে, সেগুলিতেও সমস্যা রয়েছে ৷ এবার হাইটবার ভেঙে যাওয়ার জেরে বড়গাড়ির পাশাপাশি ছোটগাড়িও ব্রিজ দিয়ে চলাচল সম্ভবত বন্ধ করে দেওয়া হবে ৷ যার জেরে ডানলপ সংলগ্ন এলাকায় যানজট বেড়ে সমস্যা আরও বাড়তে চলেছে বলে আশঙ্কা নিত্যযাত্রীদের ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের শহরে উড়ালপুল আতঙ্ক ! ডানলপ ব্রিজে ভেঙে পড়ল হাইটবার