অফিস টাইমে তখন বাড়ি ফেরার ব্যস্ততা। রাস্তায় নেমে চূড়ান্ত বিপর্যয়ের ছবিটাই যেন দেখলেন অগুণতি মানুষ। ঝড়ের দাপটে কোথাও ভাঙল বাড়ি, কোথাও গাড়ির ওপর গাছ পড়ে দুর্ঘটনা।
ঝড়ে গাছ পড়ে তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা। কোথাও গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ। আবার কোথাও অন্য বিপর্যয়।
কোথাও বাড়ি ভেঙে বিপত্তি। হাসপাতালে কাচের প্যানেল ভাঙলেও অল্পের জন্য রক্ষা পান রোগীরা।
advertisement
রাস্তা থেকে উধাও হয়ে যায় বাস। প্রথমদিকে ৫ থেকে ৬ গুণ ভাড়া চাইলেও পরে পরিষেবাই বন্ধ করে দেয় ওলা ও উবের। বন্ধ করা হয় বাগুইহাটি উড়ালপুল।
কলকাতার পাশাপাশি হাওড়াতেও একই ছবি।
রাতে হাওড়া, শিয়ালদহ, পার্ক স্ট্রিট সহ ১০টি জায়গা থেকে সরকারি বাস চলাচল শুরু হয়। গভীর রাত পেরিয়ে বাড়ি ফেরেন বহু মানুষ।
advertisement
Location :
First Published :
April 18, 2018 10:18 AM IST
