আরও পড়ুন-বর নাকি ভাই ! ২ বছরের ছোট অঙ্গদকে বিয়ে করে নেটিজেনদের খোঁচা খেলেন নেহা ধুপিয়া
সুজান আর হৃতিকের ছাড়াছাড়ি হয়ে গেলেও, নিজেদের আরেকটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন মেহের, অর্জুন। দু'তরফেই চেষ্টার ত্রুটি ছিল না। দুই মেয়ে মাহিকা আর মাইরাকে নিয়ে মাঝেমাঝেই ছুটি কাটাতে যেতেন অর্জুন, মেহের। কিন্তু হালে সম্পর্কে আবার আগুন জ্বলল! আর এবার ব্যাপারটা বেশ সিরিয়াস! একেবারে বাড়ি ছেড়েই বেরিয়ে গেলেন রামপাল। বিস্বস্ত সূত্তের খবর, মেহের আর মেয়েদের ছেড়ে ইদানীং অন্য একটি ফ্ল্যাটে থাকছেন অর্জুন রামপাল। তবে, মেয়েদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে।
advertisement
Location :
First Published :
May 19, 2018 4:21 PM IST