আরও পড়ুন: কলকাতা থেকে উদ্ধার ১৯৭ কেটি নিষিদ্ধ চিনা পার্টিড্রাগ !
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ৷ রোজকার মত আজকেও ওই বাড়িতে জল দিতে আসে বরুণ ৷ বাড়িতে জল দিতে এসেই ওই তরুণীর সঙ্গে আলাপ হয় বরুণের ৷ কিন্তু শনিবার সকালে কেউ ছিল না ৷ সেই সময়ই কেউ না থাকার সুযোগে তরুণীর উপর চড়াও হয় বরুণ ৷ মানসিক ভারসাম্যহীনতার সুযোগ নিয়ে একাধিকবার তরুণীকে ধর্ষণ করে বরুণ ৷ এরপর বরুণকে আটকাতে চিৎকার চেঁচামেচি শুরু করে যুবতী ৷ এরপর স্থানীয় বাসিন্দারা হাতেনাতে পাকরাও করে অভিযুক্তকে ৷
advertisement
আরও পড়ুন: হাসপাতাল থেকে মায়ের মৃত্যুর খবর পেতেই মানসিক অবসাদে আত্মঘাতী তরুণী
নিগৃহীর বয়ানের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়েছে ৷ অভিযুক্ত ব্যক্তি বরুণ পেশায় সবজি বিক্রেতা বলে পুলিশ সূত্রে খবর ৷