TRENDING:

লিঙ্গায়েত ভোট পাখির চোখ, টেমসের তীরে বাসবেশ্বরের মূর্তিতে মালা দিলেন মোদী

Last Updated:

একদিকে ২০১৯-এর লোকসভা, অন্যদিকে কর্ণাটকের আসন্ন বিধানসভা নির্বাচন ৷ দুই গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে লিঙ্গায়েত সম্প্রদায়কে হাতে রাখতেই কী এবার নতুন কৌশল নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: একদিকে ২০১৯-এর লোকসভা, অন্যদিকে কর্ণাটকের আসন্ন বিধানসভা নির্বাচন ৷ দুই গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে লিঙ্গায়েত সম্প্রদায়কে হাতে রাখতেই কী এবার নতুন কৌশল নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ?
advertisement

লন্ডন সফরে গিয়ে লিঙ্গায়েত সমাজ সংস্কারক বাসবেশ্বরের মূর্তিতে মালা দিলেন প্রধানমন্ত্রী ৷ শুধু তাই নয়, কন্নড় ও ইংরাজিতে ট্যুইট করে এ দিন দ্বাদশ শতকের এই সংস্কারকের প্রতি শ্রদ্ধাও জ্ঞাপন করেছেন মোদী ৷

আরও পড়ুন: Narendra Modi in London LIVE: ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে-র সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

advertisement

লিঙ্গায়েত ও বীরাশাইয়া লিঙ্গায়েত সম্প্রদায়কে আলাদা স্বীকৃতি দেওয়াকে কেন্দ্র করে গত মাস থেকে কেন্দ্রের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছে কর্ণাটকের ৷ এই মুহূর্তে কর্ণাটকের মোট জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ মানুষ এই সম্প্রদায়ভুক্ত ৷ সম্প্রতি নিজেদের স্বতন্ত্র পরিচয় পেতে সিদ্দারামাইয়া সরকারের নেতৃত্বে কেন্দ্রের দ্বারস্থ হয়েছে লিঙ্গায়েত সম্প্রদায়ের মানুষরা ৷ এই প্রসঙ্গে লিঙ্গায়েত নেতা এবং জলসম্পদ মন্ত্রী এমবি পাতিল জানিয়েছেন, লিঙ্গায়েতরা হিন্দু নন ৷ সেই কারণেই আলাদা পরিচয়ের দাবি তোলা হয়েছে ৷ অন্যদিকে গেরুয়া শিবিরের বক্তব্য, লোকসভা নির্বাচনের আগে কর্ণাটক সরকার সমাজকে বিভক্ত করতে চাইছে ৷

advertisement

আরও পড়ুন:গুলি ভরা বন্দুক নিয়ে খেলতে গিয়ে নিজেকেই গুলি করল ১২ বছরের কিশোর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

বিজেপির আশঙ্কা, লিঙ্গায়েতরা সংখ্যালঘুর মর্যাদা পেলে সুযোগে ভোটের কাঁটা হেলে পড়বে কংগ্রেসরই দিকে ৷ তাহলে কী লিঙ্গায়েত সম্প্রদায়কে কাছে টানতেই মোদীর এ উদ্যোগ ? রাজনৈতিক মহলের মত অন্তত তেমনটাই ৷

বাংলা খবর/ খবর/দেশ/
লিঙ্গায়েত ভোট পাখির চোখ, টেমসের তীরে বাসবেশ্বরের মূর্তিতে মালা দিলেন মোদী