লন্ডন সফরে গিয়ে লিঙ্গায়েত সমাজ সংস্কারক বাসবেশ্বরের মূর্তিতে মালা দিলেন প্রধানমন্ত্রী ৷ শুধু তাই নয়, কন্নড় ও ইংরাজিতে ট্যুইট করে এ দিন দ্বাদশ শতকের এই সংস্কারকের প্রতি শ্রদ্ধাও জ্ঞাপন করেছেন মোদী ৷
advertisement
লিঙ্গায়েত ও বীরাশাইয়া লিঙ্গায়েত সম্প্রদায়কে আলাদা স্বীকৃতি দেওয়াকে কেন্দ্র করে গত মাস থেকে কেন্দ্রের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছে কর্ণাটকের ৷ এই মুহূর্তে কর্ণাটকের মোট জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ মানুষ এই সম্প্রদায়ভুক্ত ৷ সম্প্রতি নিজেদের স্বতন্ত্র পরিচয় পেতে সিদ্দারামাইয়া সরকারের নেতৃত্বে কেন্দ্রের দ্বারস্থ হয়েছে লিঙ্গায়েত সম্প্রদায়ের মানুষরা ৷ এই প্রসঙ্গে লিঙ্গায়েত নেতা এবং জলসম্পদ মন্ত্রী এমবি পাতিল জানিয়েছেন, লিঙ্গায়েতরা হিন্দু নন ৷ সেই কারণেই আলাদা পরিচয়ের দাবি তোলা হয়েছে ৷ অন্যদিকে গেরুয়া শিবিরের বক্তব্য, লোকসভা নির্বাচনের আগে কর্ণাটক সরকার সমাজকে বিভক্ত করতে চাইছে ৷
আরও পড়ুন:গুলি ভরা বন্দুক নিয়ে খেলতে গিয়ে নিজেকেই গুলি করল ১২ বছরের কিশোর
বিজেপির আশঙ্কা, লিঙ্গায়েতরা সংখ্যালঘুর মর্যাদা পেলে সুযোগে ভোটের কাঁটা হেলে পড়বে কংগ্রেসরই দিকে ৷ তাহলে কী লিঙ্গায়েত সম্প্রদায়কে কাছে টানতেই মোদীর এ উদ্যোগ ? রাজনৈতিক মহলের মত অন্তত তেমনটাই ৷