ঝড় ও বৃষ্টিতেও রেহাই নেই, পারদ ছাড়াল ৪০ডিগ্রি
চারদিকে সাদা বরফ। মাঝে লাল পোশাকে দাঁড়িয়ে। কনকনে ঠাণ্ডার মাঝে সাফল্যের অভিব্যক্তি সঙ্গীতা সিন্ধি বেহলের।
বয়স তাঁর কাছে সংখ্যামাত্র। ৫৩ বছর বয়সে এভারেস্ট জয় করে সেটাই বোঝালেন কাশ্মিরী তনয়া। এভারেস্ট জয় করে নজির গড়েছেন তিনি। রুপোলি জগৎ থেকে পাহাড় জয়ের স্বপ্নের শুরু। ১৯৮৫ তে মিস ইন্ডিয়া প্রতিযোগিতার শেষ পাঁচের লড়াইয়ে ছিলেন তিনি। একাধিক সিনেমা ও বিজ্ঞাপণে মডেল হিসাবে কাজ করেছেন সঙ্গীতা। কিন্তু সেখানেই থেমে যাননি তিনি। স্বপ্ন বাস্তব করতে তিলে তিলে প্রশিক্ষণ। তারপর ছোট ছোট উচ্চতার পাহাড় অভিযান। সাফল্য ধরা দিল শনিবার।
advertisement
ইচ্ছে থাকলে উপায় হয়। ছোঁয়া যায় স্বপ্নের উড়ান। দেশের বর্ষীয়ান মহিলা হিসাবে এভারেস্ট জয় করে বোঝালেন সঙ্গীতা সিন্ধি বেহল। আজ তিনি দেশের গর্ব। নতুন প্রজন্মের কাছে প্ররণা।
Location :
First Published :
May 21, 2018 9:13 AM IST