মা দুগ্গা এলেন বলে। কিন্তু শরতের আকাশে পেঁজা মেঘ কই! উল্টে মাঝে মাঝেই আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি আসছে। আর এই মেঘলা দিনে সব রামধনু যেন জড়ো হয়েছে গোলকুঁয়াচক সর্বজনীনের পুজো মণ্ডপে...
লাল নীল হলুদ সবুজ...নানা রঙা ময়ুরে সেজে উঠছে এবারের মণ্ডপ।
দিদিকে বলোর ধাঁচে থিমের নাম ‘মাকে বলো’...কিন্তু হঠাৎ ময়ুর কেন?
advertisement
প্রতিকূল পরিবেশ আর মানুষের উপদ্রবে ময়ূর আজ বিপন্ন। তাদের বাঁচানোর আরজি নিয়েই এবার মণ্ডপ সাজাচ্ছেন গোলকুঁয়াচক সর্বজনীনের পুজো উদ্যোক্তারা।
Location :
First Published :
October 01, 2019 8:19 PM IST
