TRENDING:

'দিদিকে বলো'-র ধাঁচে পশ্চিম মেদিনীপুরের গোলকুঁয়াচকের পুজোর থিম 'মাকে বলো'

Last Updated:

জাতীয় পাখি ময়ূরের অস্তিস্ত্ব আজ বিপন্ন। তাদের বাঁচানোর আরজিই এবার পশ্চিম মেদিনীপুরের গোলকুঁয়াচক সর্বজনীনের থিম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জাতীয় পাখি ময়ূরের অস্তিস্ত্ব আজ বিপন্ন। তাদের বাঁচানোর আরজিই এবার পশ্চিম মেদিনীপুরের গোলকুঁয়াচক সর্বজনীনের থিম। দিদিকে বলোর ধাঁচে থিমের নাম মাকে বলো।
advertisement

মা দুগ্গা এলেন বলে। কিন্তু শরতের আকাশে পেঁজা মেঘ কই! উল্টে মাঝে মাঝেই আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি আসছে। আর এই মেঘলা দিনে সব রামধনু যেন জড়ো হয়েছে গোলকুঁয়াচক সর্বজনীনের পুজো মণ্ডপে...

লাল নীল হলুদ সবুজ...নানা রঙা ময়ুরে সেজে উঠছে এবারের মণ্ডপ।

দিদিকে বলোর ধাঁচে থিমের নাম ‘মাকে বলো’...কিন্তু হঠাৎ ময়ুর কেন?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

প্রতিকূল পরিবেশ আর মানুষের উপদ্রবে ময়ূর আজ বিপন্ন। তাদের বাঁচানোর আরজি নিয়েই এবার মণ্ডপ সাজাচ্ছেন গোলকুঁয়াচক সর্বজনীনের পুজো উদ্যোক্তারা।

বাংলা খবর/ খবর/ফিচার/
'দিদিকে বলো'-র ধাঁচে পশ্চিম মেদিনীপুরের গোলকুঁয়াচকের পুজোর থিম 'মাকে বলো'