ইংল্যান্ডেই বার্মিংহামে দুর্গাপুজো আয়োজন করে সাবাশ। তাদের পুজো এবার পা দিল ষষ্ঠ বর্ষে। শারদোৎসবের অনুষ্ঠানে থাকছে নাচ-গান-নাটক।রিহার্সাল নয়, বেঙ্গলি কালচারাল সোসাইটির উদ্যোগে মহালয়ায় মহিষাসুর মর্দিনী মঞ্চস্থ হল ইংল্যান্ডের রিডিঙে। নাচে-গানে মাতলেন প্রবাসী বাঙালিরা। ষষ্ঠীতে নয়, পঞ্চমীতেই কুয়ালা লামপুরের অভিযান রিক্রিয়েশন ক্লাবে দেবীদুর্গার বোধন। ষষ্ঠী থেকে দশমী- পাঁচদিন ধরে চলে নানা অনুষ্ঠান। মহালয়ার দিনও পুজোর প্রস্তুতি।
advertisement
Location :
First Published :
October 01, 2019 6:56 PM IST
