TRENDING:

শীল বাড়ির পুজোয় প্রকৃতিরূপে দুর্গার আরাধনা, নবমীতে কুমারী ও সধবা পুজো

Last Updated:

দুঃস্থ পরিবার মেয়ের বিয়েতে সাহায্য চাইলে দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর বেনারসী আশীর্বাদের মত দিয়ে দেয় শীলপরিবার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শক্তির উৎস প্রকৃতি। শক্তিরূপেণ দশভুজাও। চোরবাগানের শীলবাড়িতে তাই প্রকৃতিরূপে দুর্গার পুজো। নবজাগরণের বাংলায় ধর্ম আর সমাজ নিয়ে জোর তর্কাতর্কি। দুইয়ের মধ্যে ভারসাম্য রেখেই ব্যবসায়ী রামচাঁদ শীল পুজো শুরু করেছিলেন। তারপর থেকেই পুজো এলেই ধুমধামে সরগরম শীলবাড়ি।
advertisement

লাল বেনারসীতে মোহময়ী তিনি... টানা চোখ, সোনালি আভায় ঠাকুরদালান আলো করে আছেন দশভুজা। দুলে দুলে ঘণ্টাটা জানায়, পুজোর বাদ্যি বেজেছে। চোরবাগান শীলবাড়িতে দুর্গার আরাধনা শুরু দেড়শো বছরেরও আগে।

ব্যবসায়ী রামচাঁদ শীল চন্দননগর থেকে কলকাতায় এসে গঙ্গার ধারে বাড়ি তৈরি করেন। রাজা রামমোহন রায়ের সময়ে তখন বাংলায় নবজাগরণের হাওয়া। নিরাকার না সাকার? দোটানা আর বিতর্কের মাধেই পুজো শীলবাড়িতে পুজো শুরু রামবাবুর। ষষ্ঠী থেকে দশমী.. হাজারো উপাচারে ঐতিহ্যগুলো নতুন হয় শীলবাড়ির অন্দরে। প্রকৃতিরূপে উমার আরাধনা করছে প্রজন্মের পর প্রজন্ম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

আটপেড়ে শাড়ি, সোনার গয়নায় সেজে ওঠেন শীলবাড়ির মহিলারা। মুছে যাওয়া বাবুয়ানি যেন এ-কটা দিন আবার গর্জে ওঠে। পুজোর দিনগুলোতে শীলবাড়িতে পেটপুজোও জম্পেশ। দুঃস্থ পরিবার মেয়ের বিয়েতে সাহায্য চাইলে দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর বেনারসী আশীর্বাদের মত দিয়ে দেয় শীলপরিবার। নবজাগরণের ইতিহাস আর বনেদিয়ানার বহমানতায় পুজো জমজমাট চোরবাগানের বিশাল বাড়িটাতে।

বাংলা খবর/ খবর/ফিচার/
শীল বাড়ির পুজোয় প্রকৃতিরূপে দুর্গার আরাধনা, নবমীতে কুমারী ও সধবা পুজো