এভিয়েটর, ওয়েফেয়ারার, ওভাল, রিমলেস, সেমি রিমলেস - সানগ্লাসের বাহারের শেষ নেই। ফ্যাশন কনশাস যাঁরা, তাঁদের অনেকেরই কিন্তু সানগ্লাস ফেটিশ রয়েছে। উইন্টারে একটা দুর্দান্ত জ্যাকেট, উইথ লেয়ার্স, সঙ্গে আপনার পছন্দের ডেনিম, শু বা বুটস আর অবশ্যই চোখে সানগ্লাস। আর কী চাই?
এ তো গেল শীতের কথা। গ্রীষ্মে কিন্তু সানগ্লাসের প্রয়োজন আরও বেশি। ফলে সিজন যাই হোক না কেন। সেলেব থেকে সাধারন মানুষ, সানগ্লাস কিন্তু সবসময়ের সঙ্গী। অগ্নি তাঁর মত করে চিপস দিলেন। আপনি কোনটা চুজ করবেন? কাছের কোনও স্টোরে গিয়ে বেছে নিন।
advertisement
Location :
First Published :
December 10, 2018 5:22 PM IST