আবিরের সঙ্গে জুটি বেঁধে ছবি ? কেমন অভিজ্ঞতা ?
আবির আমার ভীষণ প্রিয় ৷ তবে আমার থেকে বেশি আবির ভক্ত আমার মা ৷ আবিরের সব ছবি আমার মা দেখেছেন ৷ মা খুবই ভালবাসেন আবিরকে ৷ আর আবিরের সঙ্গে আমার সব সময় খুনসুটি হতেই থাকে ৷
তাহলে তো শুটিং-এ মজা হয়েছে নিশ্চয়ই ?
advertisement
একদম ৷ ফ্ল্যাট নম্বর 609 যে ভয়ের ছবি শুটিং-এ তো কোনভাবেই মনে হয়নি ৷ টেকনিশিয়ান থেকে আমরা সবাই এত মজা করেছি শুটিং চলাকালীন যে সবাই বলত ভয়ের ছবি তৈরি হচ্ছে, একটু ভয় তো পাওয়া উচিৎ !
ছবিতে তো আগে সোহিনীর থাকার কথা ছিল, ওকে রিপ্লেস করলেন?
এনিয়ে কোন কথা বলতে চাই না প্লিজ ৷
পরিবারের কেউ তো ফিল্মে ছিলেন না ৷ নিজের চেষ্টায় নিজের জায়গা বানিয়েছেন ৷ কাদের পাশে পেয়েছিলেন?
আমি অনেককেই অভিভাবক হিসেবে পেয়েছি ৷ অনেকের আর্শীবাদ পেয়েছি ৷ সাহায্যও ছিল অনেকের
যেমন ?
প্রথম নাম অরিন্দম শীল ৷ অরিন্দমদা আমায় ছবি নিয়ে অনেক টিপস দিয়েছেন ৷ ওর ছবিতেও কাজ করেছি ৷ কমলেশ্বর মুখোপাধ্যায়, শ্রীকান্ত মোহতাদের নামও বলতে হবে ৷
মাঝরাতে খুব সমস্যায় পড়লে কাকে ফোন করতে পারেন ?
এদের সবাইকেই ফোন করতে পারি যে কোন সময় ৷ সমস্যায় পড়লে তো কথাই নেই ৷ আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে, আমার বিশ্বাস ৷
আর মহিলা ব্রিগেড, মানে আপনার গার্লফ্রেন্ডেসরা ?
নুসরত, মিমি, পাওলি, সোহিনী এরা সবাই আমার খুব ভাল বন্ধু ৷ নায়িকারা বন্ধু হতে পারে না এই মিথটা ভেঙেছে অনেকদিন আগেই ৷
অভিনয় করছেন সঙ্গে নিজের ব্যবসাও সামলাচ্ছেন ৷ কীভাবে করছেন ?
নাহ, দুটো নয় ৷ অভিনয়ই আমার প্রথম ও প্রধান নেশা ও পেশা ৷
প্রেম তো করছেন অনেকদিন, কিন্তু কেন প্রকাশ্যে আনেন না বিষয়টি ?
দেখুন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনদিন কথা বলতে চাই না ৷ ভালবাসিও না ৷ আমার সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র জায়গা পায় আমার কাজ ৷ আর আমার কাজ নিয়েই সবার প্রশ্ন থাকতে পারে, আমার প্রেম নিয়ে নিশ্চয়ই নয় ৷ (এই বলেই জোরে হেসে উঠলেন নায়িকা)
যখন অভিনয় করছেন না, তখন কী করেন ?
অনেক কাজ ৷ যারা অন্যদের এন্টারটেইন করেন, তাঁদের নিজেদের এন্টারটেইনমেন্টের কথাও ভাবতে হয় ৷ নিজেকে ভাল রাখতে সিনেমা দেখি, বই পড়ি, বেড়াতে যাই, রান্না করি, কেক বেক করি ৷