গভীর রাতে চরপাড়ার বাসিন্দা বিজেপি প্রার্থী শম্পা শীলের বাড়িতে ঢুকে একদল দুষ্কৃতী ভাঙচুর চালায়। জানা গিয়েছে, তারা বাইকে চেপে এসেছিল।
ওই এলাকার অন্য আরও চারটি বাড়িতেও চলে অবাধে তান্ডব! দরজা-জানলা, আসবাবপত্র, টিভি, ফ্যান সমস্ত কিছু আছড়ে ভেঙে ফেলা হয়। এমনকী রান্না ঘরে রাখা খাবারও বাইরে ফেলে দেয় দুষ্কৃতীরা।
মঙ্গলবার সকাল থেকে কুশমন্ডি থানার আমিনপুর এলাকায় শাসকদল বনাম বিজেপির মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া গিয়েছে।
advertisement
Location :
First Published :
May 15, 2018 2:50 PM IST