বলিউডের কানাঘুষো বলছে, নীতেশের রামায়ণে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। সীতা হবেন আলিয়া। তবে এ বিষয়ে যদিও এখনও কোনও কথা বলেননি নির্মাতারা। কিন্তু যশ কেন ফিরিয়ে দিলেন প্রস্তাব? জানা গিয়েছে, এখনই কোনও নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চান না তিনি। তাতে দর্শকরা তাঁকে গ্রহণ করবে না বলেই মনে করেন অভিনেতা। দর্শকদের কথা মাথায় রেখেই আপাতত চরিত্র বেছে নিতে চান তিনি।
advertisement
আরও পড়ুন : নায়িকার সঙ্গে পরকীয়ায় ভাঙে ১৬ বছরের দাম্পত্য, স্থায়ী হয়নি সেই প্রেমও, সন্তানশোকে দগ্ধ হন প্রভুদেবা
আরও পড়ুন: নিজের মাথায় সিঁদুর পরিয়ে নিজেকেই বিয়ে করেছিলেন, এবার বিবাহবার্ষিকী পালন করছেন যুবতী! দেখুন ছবি
‘কেজিএফ’-এর হাত ধরে দক্ষিণের গণ্ডি পার করে সারা দেশের কাছে পৌঁছে গিয়েছেন যশ। বক্স অফিসে ভেঙেছেন একাধিক রেকর্ড। আপাতত তাই নায়ক হিসেবেই নিজের ভাবমূর্তি বজায় রাখতে চান তিনি। মনে করা হচ্ছে, ‘কেজিএফ’-এর পর ‘ইয়াশ ১৯’-এর হাত ধরে পর্দায় আসবেন দক্ষিণী তারকা। তবে এই ছবি নিয়ে এখনও বিশেষ কোনও তথ্য দেখা যায়নি।
‘কেজিএফ’ বিশ্বব্যাপী ১০০০ কোটির বেশি আয় করেছে। এটি বিশ্বব্যাপী ১০ হাজারেরও বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছিল। হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়ালাম ভাষাতেও মুক্তি পেয়েছিল ছবিটি।