৫১ বছর বয়সে পা দিলেন শাহরুখ খান ৷ যেদিন থেকে বলিউডের বাদশা হয়ে উঠেছেন, সেদিন থেকেই জন্মদিনে বাড়ির বারান্দায় এসে অনুরাগীদের দিকে হাত নাড়িয়েছেন ৷ সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছেন নিজের বাড়িতে ৷ করেছেন সাংবাদিক বৈঠক ৷ তবে এবারটা একেবারেই অন্যরকম করলেন শাহরুখ ৷
এবারের জন্মদিনে শাহরুখ, কোনও মিডিয়ারকেই আমন্ত্রণ জানালেন না ৷ এমনকী, অনুরাগীদের সঙ্গে দেখাও করলেন না ৷ উলটে, নাকি কাছের বন্ধু-বান্ধব নিয়েই জন্মদিনের পার্টিটা সারতে চলেছেন, একেবারে গোপন কায়দায় ৷ হঠাৎ এরকম কেন করছেন শাহরুখ? নিন্দুকেরা বলছেন, আগের বারের ঘটনা থেকেই নাকি শিক্ষা নিয়েছেন শাহরুখ ৷ গত বছর জন্মদিনের দিনই এরক সাংবাদিক বৈঠকে ‘অসহিষ্ণুতা’ নিয়ে মন্তব্য করে বিতর্কে পড়েছিলেন শাহরুখ ৷ নতুন কোনও বিতর্ক যাতে তৈরি না হয়, তাই জন্যই হয়তো মিডিয়া থেকে এবারের জন্মদিনে দূরে থাকছেন শাহরুখ !
advertisement
