গত ২ নভেম্বর ঐন্দ্রিলা শর্মার ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকে তাঁর স্বাস্থ্য সম্পর্কিত যা যা লিখেছিলেন, শনিবার রাতে হঠাৎ একটি পোস্টও আর নেই। তখনই কি 'নেই'-এর আঁচ পেয়েছিলেন ঐন্দ্রিলার প্রিয় সঙ্গী? তাই কি সব মুছে দিয়েছিলেন? যেখানে তিনি লিখেছিলেন, 'ঐন্দ্রিলা আছে, থাকবে', 'ঐন্দ্রিলাকে নিয়ে ফিরব', 'মিরাকেল ঘটে', এই কথাগুলি হঠাৎ মুছে গিয়েছিল তাঁর ওয়াল থেকে।
advertisement
বুধবার থেকে রবিবার পর্যন্ত একাধিক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় ২৪ বছরের অভিনেত্রীর। সম্পূর্ণ ভেন্টিলেশনে ছিলেন 'জিয়নকাঠি'র নায়িকা।
আরও পড়ুন: বাঁচার খুব ইচ্ছে ছিল, সবার এত প্রার্থনাও কাজে এল না : জয়জিৎ বন্দ্যোপাধ্যায়
শুক্রবার স্বস্তির খবর দিয়েছিলেন ঐন্দ্রিলার সঙ্গী সব্যসাচী। ফেসবুকে অভিনেতা জানিয়েছিলেন, হার্টরেট, রক্তচাপ বেড়ে স্বাভাবিক হয়েছে। তাই তাঁর লেখায়, 'ঐন্দ্রিলা আছে। ঐন্দ্রিলা থাকবে।' তাতে ভক্তমহল থেকে শুরু করে বন্ধুরা সকলেই শান্তি পেয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না।
সময় সুযোগ পেলেই প্রেমিকার স্বাস্থ্যের কথা ফেসবুকে লিখে জানাচ্ছিলেন অভিনেতা। কিন্তু এখন আর সে কোনও কিছুই নেই। গত ৩১ অক্টোবর শেষ ছবি দেখা যাচ্ছে ফেসবুকে। সব্যসাচীর জন্মদিনে ঐন্দ্রিলা দু'জনের ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন। কেবল সেই ছবিটিই দেখা যাচ্ছে। এ ছাড়া যা ছবি বা পোস্ট আছে, তা সবই তার আগের তারিখের।