আরও পড়ুন Malaika Arora: পিঠের কাপড় গায়েব! মালাইকা পারেন এমন পোশাকে নিজেকে মেলে ধরতে, দেখুন
এর আগেই মালাইকার প্রাক্তন স্বামী আরবাজের ভাই ও বাবার কাছে খুনের হুমকি এসেছিল৷ সলমন খান ও সলিম খানকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় (Salman Khan-Salim Khan Death Threat )৷ তাঁদের হাল সিধু মুসে ওয়ালার মতো হবে বলে হুমকি মেলে৷ কিছুদিন আগেই পঞ্জাবের বিখ্যাত গায়ক ও রাজনীতিক সিধু মুসা ওয়ালাকে গুলি করে হত্যা করা হয়৷ ফলে সলমন ও তাঁর বাবা সলিম খানের কাছে এমন হুমকি আসার পর থেকেই তৎপর মুম্বই পুলিশষ বান্দ্রায় সলমনের বাড়িতে বাড়তি সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে৷ উচ্চপদস্থ পুলিশ কর্তারাও কথা বলেছেন বলিউড সুপারস্টারের সঙ্গে৷ এসবের মধ্যেই আবার মালাইকার বাড়িতে আবার পুলিশের হাজির হওয়া নিয়ে প্রশ্ন উঠছে৷
advertisement
যদিও সূত্রের খবর, একটি অনুষ্ঠানে মালাইকাকে আমন্ত্রণ জানাতে তাঁর কাছে হাজির হয়েছিলেন পুলিশ কর্তারা৷ তাই মালার বাড়িতে এসেছিলেন তাঁরা৷ কিছুক্ষণ তাঁদের সঙ্গে কথা হয় অভিনেত্রীর৷ কথা শেষ করে তিনি ফ্ল্যাটের লিফ্টে উঠে যান৷
দিন কয়েক আগেই তুরস্কে ছুটি কাটাতে গিয়েছিলেন মালাইকা৷ সেখানেও তিনি সকলের নজর কাড়েন৷ মনোরম পরিবেশে, আসাধারণ সব পোশাকে মালাইকা ছিলেন অতুলনীয়৷