এই দম্পতি তাঁদের বিবাহবিচ্ছেদের গুজব সম্পর্কে চুপ করে আছেন। তবে সানিয়ার সাম্প্রতিক এক গোপন পোস্ট তাঁদের বিচ্ছেদের গুজব ছড়িয়েছে। এই বিচ্ছেদ আলোচনার মধ্যেই শিরোনামে রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমর।
আরও পড়ুন : কথা বলতে এলেন কঙ্গনা, প্রকাশ্যে পাত্তা না দিয়ে চলে গেলেন জয়া! জড়িয়ে ধরলেন অভিষেক
advertisement
এক বছর আগে শোয়েব মালিক এবং আয়েশা ওমার একটি বোল্ড ফোটোশ্যুটের জন্য় কোলাবরেট করেছিলেন। আর সেই ছবির রোম্য়ান্সই সম্পর্কে তিক্ততার সূত্রপাত ঘটায়। তারপরেই বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়।
আরও পড়ুন : ঘণ্টা দুই বাদেই কাজল ঘেঁটে যাচ্ছে? এই সহজ উপায়েই পান ম্যাজিকের মতো সমাধান
আয়েশা 'করাচি সে লাহোর' (২০১৫), 'ইয়ালঘর' (২০১৭) এবং 'কাফ কঙ্গনা' (২০১৯)-এর মতো পাকিস্তানি ছবিতে কাজ করেছেন। তিনি পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন এবং তাঁর ব্যক্তিগত ইউটিউব অ্যাকাউন্টে ব্যাপক ফ্যান ফলোয়িং উপভোগ রয়েছে।
প্রসঙ্গত, শোয়েব মালিক এবং সানিয়া মির্জা ২০১০-এর এপ্রিলে একটা সুন্দর অনুষ্ঠান করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়ের পর একটা রিসেপশনও হয় হায়দ্রাবাদে। ২০১৮-এর ৩০ অক্টোবর তাঁদের ছেলে ইজহান মির্জা মালিকে স্বাগত জানান তাঁরা।