বর্ষীয়ান অভিনেত্রী করিনাকে বলেন, “তোমার ধারাবাহিকতা আমার ভাল লাগে। তুমি যেভাবে যোগাযোগ রাখো, সেটা আমার খুবই পছন্দ। কারণ আমি জানি যে, আমি তোমায় যদি কোনও মেসেজ পাঠাই, তুমি সঙ্গে সঙ্গে তার জবাব দেবে। আমি যদি বাড়িতে আসি, তুমি জিজ্ঞাসা করো যে, আমি কী খাব! কিংবা আমার কিছু লাগবে কি না! এটা আসলে কাপুরদের থেকেই তোমার মধ্যে এসেছে। এমনকী সম্পর্ক বজায় রাখার দিক থেকেও তুমি ভাল।”
advertisement
শাশুড়ির এহেন প্রশংসা পেয়ে বেশ উচ্ছ্বসিত হতে দেখা যায় করিনাকে। শর্মিলাকে ধন্যবাদ জানিয়ে তিনি প্রশ্ন করেন, কোন কোন বিষয়ে তিনি উন্নতি করতে পারেন। জবাবে বর্ষীয়ান অভিনেত্রী বলেন, “আমি এই বিষয়টাই ভাবছি। তবে সেরকম কিছুই মনে আসছে না। আমি চাই, তুমি এমনই থাকো। আর আমি তোমায় কর্মচারীদের নিয়ে কাজ করতে দেখেছি। তাতেও তুমি সত্যিই খুবই ভাল… তুমি জানো যে, আমাদের মধ্যে কেউ কেউ অনেক সময় চাপে থাকে। আর তার ফলে আশপাশের মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলে। কিন্তু তুমি সেটা করো না।”
সেই ভিডিও-র তলায় মন্তব্য করতে দেখা যায় ভক্তদের। এক ভক্ত লিখেছেন, “ওমা! করিনাকে এখানে কী সুন্দর লাগছে! ওর এই লুকটা আমার খুব পছন্দ হয়েছে। আর শর্মিলাও খুব মিষ্টি এবং সত্যিকারের আধুনিকা মহিলা।” আর এক নেটিজেনের আবার মন্তব্য, “আমি তো প্রতিদিন সব সময় শর্মিলাজির কথা শুনে যেতে পারি।”