TRENDING:

Viral Video: তুমুল নাচে মত্ত অভিষেক, নিজেকে সামলাতে না পেরে সিটে বসেই...! প্রকাশ্যে এটা কী করলেন ঐশ্বর্য? তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: এবারের IIFA Award-এর আসরে যেন বসেছিল তারার হাট। শাহরুখ খান, ভিকি কৌশল এবং করণ জোহর ছিলেন সঞ্চালনার দায়িত্বে। আর গ্ল্যামারাস অভিনেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: এবারের IIFA Award-এর আসরে যেন বসেছিল তারার হাট। শাহরুখ খান, ভিকি কৌশল এবং করণ জোহর ছিলেন সঞ্চালনার দায়িত্বে। আর গ্ল্যামারাস অভিনেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। আর বরাবরের মতো তাঁর সঙ্গী হয়েছিল কন্যা আরাধ্যা। তবে এবার এই ইভেন্টে দেখা যায়নি অভিষেক বচ্চনকে। বিষয়টা কিন্তু ভক্তদের নজর এড়ায়নি।
প্রকাশ্যে এটা কী করলেন ঐশ্বর্য?
প্রকাশ্যে এটা কী করলেন ঐশ্বর্য?
advertisement

এবার IIFA Award-এর মঞ্চে ঐশ্বর্য বচ্চনের ঝলমলে উপস্থিতি নজর কেড়ে নিয়েছে সকলের। তবে ভক্তদের মনে কিন্তু এখনও রয়ে গিয়েছে ২০২২ সালের IIFA মুহূর্ত! আসলে সেবার IIFA Award-এর মঞ্চে দুর্দান্ত একটা নাচ উপহার দিয়েছিলেন অভিষেক। যা দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন অভিনেতার স্ত্রী-কন্যাও।

আরও পড়ুন-    শয্যাদৃশ্যে ঝড়, একাধিক পুরুষের সঙ্গে…! ১৩৬ কোটির মালকিন এই সাহসী নায়িকা, তবুও কেন ভাড়া বাড়িতে থাকেন, চিনতে পারলেন?

advertisement

আর অভিষেকের নাচের সেই ভিডিও-ই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, দশভি ছবির মচা মচা রে গানে দুর্ধর্ষ নাচতে দেখা গিয়েছিল অমিতাভ-জয়ার পুত্রকে। মঞ্চে যখন গানের তালে পা মেলাচ্ছেন অভিনেতা, সেই সময় দর্শকাসন থেকে তাঁর হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে ঐশ্বর্য এবং আরাধ্যাকে। একটি আবেগঘন ক্লিপে ঐশ্বর্যকে অভিষেকের উদ্দেশ্যে বলতে শোনা যায় যে, ‘ইউ রকড ইট, বেবি!’ আর এটা বলার সময় গানের তালে রীতিমতো শরীর দুলছিল ঐশ্বর্য আর আরাধ্যার। এরপর নাচতে নাচতেই স্ত্রী-কন্যার দিকে হেঁটে আসতে দেখা যায় অভিষেককে। একসঙ্গে নেচে ক্যামেরায় ধরা দেন তিনি। তিন জনের সেই নাচের মুহূর্তই ধরা পড়েছে ক্যামেরায়। যা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরাও।

advertisement

IIFA-তে গ্রিন কার্পেটে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় রীতিমতো এক সাংবাদিকের মুখ বন্ধ করে দিয়েছেন রাইসুন্দরী। আসলে ওই সাংবাদিক ঐশ্বর্যাকে বলেছিলেন, আরাধ্যা সব সময় আপনার সঙ্গে থাকে। তাই সে সেরাটাই শিখছে। প্রশ্ন শুনে হাওয়ায় রীতিমতো হাত ছুড়ে এর যোগ্য জবাব দেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তিনি বলেন যে, “ওহ! ও তো আমার কন্যা। তাই ও সব সময় আমার সঙ্গেই থাকবে।”

advertisement

আরও পড়ুন-    শয্যাদৃশ্যে ঝড়, একাধিক পুরুষের সঙ্গে…! ১৩৬ কোটির মালকিন এই সাহসী নায়িকা, তবুও কেন ভাড়া বাড়িতে থাকেন, চিনতে পারলেন?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এদিকে অবশ্য অভিষেক আর ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জনে উত্তাল সোশ্যাল মিডিয়া। জল্পনা চলছে, বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন এই তারকাদম্পতি। কারণ অভিষেক কিংবা বচ্চন পরিবারের সঙ্গে সেভাবে আর দেখা যায় না ঐশ্বর্যকে। বরং তাঁর সব সময়ের সঙ্গী কন্যা আরাধ্যাই।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: তুমুল নাচে মত্ত অভিষেক, নিজেকে সামলাতে না পেরে সিটে বসেই...! প্রকাশ্যে এটা কী করলেন ঐশ্বর্য? তুমুল ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল