TRENDING:

কার প্রেমের ফাঁদে পড়লেন জ্যাকলিন ?

Last Updated:

বুঝুন ঠ্যালা ৷ ফের প্রেমে পড়লেন রণবীর ! তাও আবার জ্যাকেলিনের ! মোটামুটি এই গুঞ্জনই এখন উড়ছে বলিউডের হাওয়ায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বুঝুন ঠ্যালা ৷ ফের প্রেমে পড়লেন রণবীর ! তাও আবার জ্যাকেলিনের ! মোটামুটি এই গুঞ্জনই এখন উড়ছে বলিউডের হাওয়ায় ৷ জ্যাকেলিনের সঙ্গেই নাকি অল্প অল্প প্রেমের গল্প লিখতে চলেছেন রণবীর কাপুর ৷
advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ৷ ‘রয়’ ছবির পর থেকেই বন্ধুত্ব তৈরি হয়েছিল জ্যাকলিন ও রণবীরের মধ্যে ৷ তারপর নাকি ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপ হওয়ার পর রণবীরই বার বার জ্যাকলিনকে ফোন করছেন, দেখাও করছেন ৷ এমনটাই শোনা যাচ্ছে বলিউডের হাওয়ায় ৷

অন্যদিকে খবর রটেছে, জ্যাকলিনকে নাকি বেশ পছন্দ রণবীরের মা নীতু সিংয়ের ৷ যেখানে দীপিকা, ক্যাটরিনাকে অপছন্দ করেছিলেন নীতু, সেখানে দাঁড়িয়ে জ্যাকলিনকে নাকি অল্প হলেও ভালোলাগে রণবীরের মায়ের ৷

advertisement

তবে পুরো ব্যাপারটাই আপাতত গুঞ্জন ৷ এই নতুন সম্পর্কের ব্যাপারে রণবীর বা জ্যাকলিন কেউ-ই মুখ খুলতে চাননি ৷ দু’জনেই আপাতত ব্যস্ত নিজের ছবির প্রোমোশনে৷

জ্যাকলিন এখন ব্যস্ত ফোর্স টু -এর প্রোমোশনে ৷ এই ছবিতে জ্যাকেলিনের সঙ্গে রয়েছেন জন আব্রাহাম ৷ অন্যদিকে রণবীর ব্যস্ত অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির প্রোমোশনে ৷ এই ছবিতে রণবীরের সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মা ও ঐশ্বর্য রাই বচ্চন ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
কার প্রেমের ফাঁদে পড়লেন জ্যাকলিন ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল