TRENDING:

সবার সামনে কেঁদে ফেললেন ‘কমেডি কুইন’ ভারতী, কিন্তু কেন?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তিনি এ দেশের ‘কমেডি কুইন’৷ তাঁর উপস্থিতি বিভিন্ন টেলিভিশন শোয়ে হাসির বাড়তি জোগান দেয় ৷ তিনি ভারতী সিং ৷
advertisement

তবে, এবার তাঁরই চোখে জল এল ৷ কেঁদে ফেললেন ভারতী সিং। ক্যামেরার সামনে প্রকাশ্যে হাউ মাউ করে কেঁদে ভাসালেন টেলিভিশনের ‘কমেডি কুইন’। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্যি তবে অন্যভাবে।

বরাবরই এই অভিনেত্রী হাস্যকৌতুক চরিত্রে দেখা যায় ৷ অন্যান্য ধরনের চরিত্রে দেখা যায় না বিলকুল ৷ এটাই হয়তো তাঁর মনে, একটা দুঃখের বড় জায়গা ৷ কেউ তো তাঁর থেকে সিরিয়াস অভিনয় দেখতে চান না ৷ তাই মন খারাপ ভারতীর ৷ হাউহাউ করে কেঁদে ভাসালেন অভিনেত্রী ৷

advertisement

এখানেই শেষ নয় ৷ নিজের অভিনয় পারদর্শিতা বোঝানোর জন্য ক্যামেরার শরণাপন্ন হয়ে অভিনয় করে দেখান ভারতী। পাশাপাশি ‘হামারি আধুরি কাহানি’-র গানেই পোজ দিতে দেখা যায় ভারতী সিং-কে। ‘মিউজিক্যালি’ অ্যাপের মাধ্যমে বানালেন একটি ভিডিও ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু যেন কাশ্মীরের বৈসারন ভ্যালি, বাংলার এই জেলা ট্যুরিস্টদের স্বাগত জানাচ্ছে
আরও দেখুন

ছোটবেলার বন্ধু হর্ষ লিম্বাচিয়াকে সম্প্রতি বিয়ে করেন ‘কমেডি কুইন’ ভারতী সিং। গোয়াতেই বসে ভারতী এবং হর্ষের বিয়ের আসর। যেখানে হাজির ছিলেন টেলিভিশন জগতের একাধিক বড় অভিনেতা। বিয়ের পর বেশ কিছুদিন সংসার সামলে ফের ক্যামেরার সামনে ফিরে আসেন ভারতী সিং।

বাংলা খবর/ খবর/বিনোদন/
সবার সামনে কেঁদে ফেললেন ‘কমেডি কুইন’ ভারতী, কিন্তু কেন?