TRENDING:

ক্যাটরিনার কোন কথায় লজ্জায় লাল হলেন সলমন !

Last Updated:

রণবীরের সঙ্গে ব্রেকআপ হয়েছে অনেক দিন আগেই ৷ সেই অবসাদ অবশ্য অনেক আগেই কাটিয়ে উঠেছেন ক্যাটরিনা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রণবীরের সঙ্গে ব্রেকআপ হয়েছে অনেক দিন আগেই ৷ সেই অবসাদ অবশ্য অনেক আগেই কাটিয়ে উঠেছেন ক্যাটরিনা ৷ এখন তো তিনি ব্যস্ত, পুরনো প্রেমিক সলমনের সঙ্গে শ্যুটিংয়ে ৷ আর তা করতে গিয়েই পুরনো প্রেমের উত্তাপ যেন অল্প অল্প করে বেড়েই চলছে ৷
advertisement

আপাতত, মরক্কোতে ‘টাইগার জিন্দা হ্যায়’র শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন ক্যাটরিনা ও সলমন ৷ আর সেই শ্যুটিংয়ের মাঝেই নানারকম ছবি সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করছেন ক্যাটরিনা কাইফ ৷

গুঞ্জন ছিল অনেক আগে থেকেই ৷ ‘এক থা টাইগার’ ছবির পর ফের জুটি বাঁধতে চলেছেন সলমন-ক্যাটরিনা ৷ তাও আবার ‘এক থা টাইগার’-এর সিকোয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ৷

advertisement

দুবাই বিজ্ঞাপনের শ্যুটিং করার পর ফের সিনেপর্দায় আসতে চলেছে সলমন-ক্যাটরিনা ৷ আলি আব্বাস জাফরের ‘এক থা টাইগার’ ছবির সিকোয়েলে ফের দেখা যাবে সলমন ও ক্যাটরিনাকে!

সম্প্রতি আলি আব্বাস জাফরের ছবি ‘সুলতান’ বক্স অফিসে ঝড় তুলেছে ৷ দু’সপ্তাহের মধ্যেই ‘সুলতান’ এন্ট্রি নিয়েছে তিনশো কোটির ক্লাবে ৷ তাই বলিউডের সুলতানকে নিয়ে ফের ছবি তৈরি করতে চলেছেন আলি আব্বাস৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

‘এক থা টাইগার’ এর সিকোয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’তে ফের পুরনো জুটিকে একসঙ্গে আনতে চলেছেন আলি ৷ ‘এক থা টাইগার’ ছবির ক্লাইম্যাক্সে দেখা গিয়েছিল, সলমন ও ক্যাটরিনা নিজের এজেন্সি ছেড়ে পৃথিবীর কোনও একটি কোণায় সংসার করছেন ৷ আর সিকোয়েলটি শুরু হবে এই পর্যায় থেকেই ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
ক্যাটরিনার কোন কথায় লজ্জায় লাল হলেন সলমন !