নভেম্বরের ১৪ তারিখ চিলড্রেন্স ডে -তে এমনই এক নাচ করলেন স্কুল শিক্ষিকা যে মাতোয়ারা গোটা স্কুল ৷ ছাত্র-ছাত্রীরা দিদিমণির ধামাল নাচ দেখে হাততালি থেকে হুইশিল সবই দিল দেদার ৷ বাজীরাও মস্তানির মলহারি গানের সঙ্গে ফাটাফাটি পারফরম্যান্স করলেন স্কুল টিচার ৷
আরও পড়ুন - India vs Bangladesh : রিকি পন্টিংকে টপকে গেলেন অধিনায়ক বিরাট, আর গড়লেন যে যে মাইলস্টোন
advertisement
রণবীর সিংয়ের এই গানের নাচের এনার্জি নিয়ে সকলে প্রশংসা এই শিক্ষিকার নাচ দেখলে নিঃসন্দেহে মুগ্ধ হয়ে যাবেন রণবীরও ৷ সিকিমের মেললি সেকেন্ডারি স্কুলে এই পারফরম্যান্স দেন শিক্ষিকা ৷ নাচতে নাচতে নিজের তিন ছাত্রকে ডেকে নেন শিক্ষিকা ৷ তাঁরাও তাল মেলান তাঁর সঙ্গে ৷
২০১৫ সালের রণবীর সিংয়ের সুপারহিট নাচ নেটে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শেরিং ডোমা ভুটিয়া ৷ তিনি দুর্দান্ত নাচতে পারেন তা এই ভিডিও দেখে বুঝে যাবেন সকলেই ৷ দেখে নিন সেই ভিডিও ৷
আরও দেখুন