advertisement
সেই পোস্ট শেয়ার করে বিবেক অগ্নিহোত্রি লিখেছেন, "আমি সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে বিষয়টিতে অসম্মতি জানাই বলিউডের এই জনপ্রিয় পরিচালককে৷ আপনি কী বলেন?"
আরও পড়ুন : কাতারে রচনা! বিশ্বকাপের আগে এয়ারপোর্টে পৌঁছতেই গ্র্যন্ড সেলিব্রেশন, রইল ছবি
আরও পড়ুন : স্যুইমিং স্যুটে এ যেন অন্য দীপিকা! শাহরুখের সঙ্গে পর্দায় ঝড় তুুললেন আরও একবার
বিবেকের ট্যুইটের উত্তরে ফের ট্যুইট করেন পরিচালক অনুরাগ কাশ্যপ৷ তিনি বলেন, "স্যার আপনার ভুল নয়, আপনার সিনেমা নিয়ে গবেষনাও আপনার সিনেমারই মতো৷ আপনি এবার আপনার মিডিয়ার একই হাল৷ ঠিক আছে, পরের বার থেকে একটু বেশি রিসার্চ করে আসবেন..."৷
ফের বিবেক উত্তর দিয়েছেন এই মন্তব্যের৷ তিনি বলেন, "ভোলেনাথ আপনার মঙ্গল করুক৷ #TheKashmirFiles-এর চার বছরের রিসার্চ সব মিথ্যে৷ গির্জা টিকো, বিকে গাঞ্জু, এয়ারফোর্স কিলিং, নদীমার্গ সব মিথ্যে ছিল৷ হিন্দু কোনওদিন আমার ছিলই না৷ কথা দাও, দোবারার মতো ভুল আর হবে না"৷
ট্যুইটার সোশ্যাল মিডিয়াকে দুভাগে ভাগ করে দিয়েছে৷ কিছু ভক্ত বিবেকের সঙ্গে ছিলেন, কেউ কেউ ছিলেন অনুরাগ কাশ্যপের পাশে৷