অষ্টাদশী ইউটিউবার দাবি করেছেন, তাঁকে বেশ কিছুদিন ধরে ট্রোল করা হচ্ছে। তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা ১লক্ষ ২৮ হাজার। কিন্তু ট্রোলারদের দাবি, ঐশ্বর্যের মধ্যে কোনও প্রতিভা নেই। শুধুমাত্র নিজের দিদি ও জামাইবাবুর খ্যাতির জন্য তিনি নাম করেছেন। ভিডিওতে কাঁদতে কাঁদতে এইসবই বলতে থাকেন ঐশ্বর্য।
ঐশ্বর্য তাঁর ভিডিওয় বলছেন, "এরকম কথা শুনতে হবে জানলে ইউটিউবে আসতাম না। আমাকে ফোন করে ঠেস দিয়ে বলা হচ্ছে তোর কোনও ট্যালেন্ট নেই। বলা হচ্ছে আমি জিরো। বাড়ি থেকে বেরোলে সবাই আমায় দেখে হাসছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবের কমেন্ট বক্সে সবাই বলছে আমি বিগ জিরো। আমি এগুলি আর নিতে পারছি না। আমার দোষ কী? আমি তো মানুষ। আমাকে কি পৃথিবী ছেড়ে চলে যেতে হবে!"
advertisement
ঐশ্বর্য এও বলছেন, "কেউ আমার ভিডিও কনটেন্ট খারাপ বলুক আমি মেনে নেব। কিন্তু আমায় ব্যক্তিগত ভাবে এমন কেন বলা হচ্ছে যে আমার কোনও যোগ্যতা নেই, প্রতিভা নেই। আমি একা একাই ভিডিও বানাই। মায়ের সঙ্গে বানাই। দিদি-প্রীতমদা বাড়িতে অনুষ্ঠান থাকলে আসে। আমি তো একটা মানুষ। আমার সহ্য করার সীমা আছে।"
আরও পড়ুন- কেকে-র মৃত্যুর পরে তাঁর টিমকে আক্রমণ, হুমকি! লম্বা পোস্ট করে সরব শিল্পীর মেয়ে
এই ভিডিওয় ঐশ্বর্য প্রশ্ন তুলেছেন, তাঁর পুলিশের কাছে অভিযোগ জানানো উচিত নাকি আত্মহত্যার পথ বেছে নেওয়া উচিত। ভিডিওটি উদ্বেগ ছড়িয়েছে নেট দুনিয়ায়। নেটিজেনরা তাঁকে শান্ত হওয়ার পরামর্শ দিয়েছেন। জানা যাচ্ছে, ঐশ্বর্যের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ট্রোলারদের বিরুদ্ধে।