TRENDING:

Viral Video: সমুদ্রের নোনা হাওয়া গায়ে লাগিয়ে ক্যামেরার সামনে প্রথমবার ‘এই’ কাজ Sapna Choudhary

Last Updated:

তাঁর নতুন ধরণের ডান্স ভিডিও (Dance Video) মুহূর্তেই হয়েছে ভাইরাল (Viral Video) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিগ বস (Bigg Boss) খ্যাত এবং হরিয়ানার ডান্স কুইন স্বপ্না চৌধুরি (Sapna Choudhary) বছর শেষে ফ্যানদের একেবারে অবাক করে দিলেন৷ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্বপ্নসুন্দীর স্বপ্না একেবারে তাক লাগানো ভিডিও পোস্ট করেছেন৷ স্বপ্না চৌধুরির (Sapna Choudhary) ডান্স ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসা মানেই ধামাল আর এবারে একেবারে অন্য আন্দাজে ধরা দিয়েছেন তিনি৷ আর তাঁর নতুন ধরণের ডান্স ভিডিও (Dance Video)  মুহূর্তেই হয়েছে ভাইরাল (Viral Video) ৷
Viral Video: Sapna Chowdhary beach dance video in hot western dress goes viral- Photo-Instagram/Video Grab
Viral Video: Sapna Chowdhary beach dance video in hot western dress goes viral- Photo-Instagram/Video Grab
advertisement

সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ স্বপ্না চৌধুরি (Sapna Choudhary) এই মুহূর্তে বছর শেষে গোয়াতে ছুটি কাটাচ্ছেন৷ সেখানে তিনি চুটিয়ে এনজয় করছেন৷ এমনকি স্বপ্না চৌধুরি প্রধানত দেশীয় পোশাকেই পারফরম্যান্স করতে দেখতে পাওয়া যায়, কখনও সালোয়ার কামিজ, পাতিয়ালা থেকে ঘাঘরা৷ কিন্তু সমুদ্রের নোনা হাওয়ায় পোশাকে ভোলবদল স্বপ্না চৌধুরির৷ তাঁর পরণে অফশোল্ডার শিফনের পোশাক৷ সেখানে বিলাতি গানের সঙ্গে ইংরাজি গানে কোমর দোলাচ্ছেন স্বপ্না চৌধুরি (Sapna Choudhary)৷  দেশি স্টাইল সরিয়ে এতেও দারুণ লাস্যময়ী স্বপ্না চৌধুরি (Sapna Choudhary)৷ বিচে বানানো ইনস্টা রিল নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি৷ ডান্স ভিডিও  (Dance Video) ) শেয়ার হওয়ার পরেই তা ভাইরাল ভিডিও হয়ে গেছে৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷

advertisement

আরও পড়ুন - Hot Viral Photo: বুকের কাছে শুধুই হুক কী আর যৌবন ধরে রাখতে পারে! নিয়া শর্মা-র ছবিতে আগুন, দেখুন ফটো

স্বপ্না চৌধুরি -র এই অবতার প্রথমবার দেখা গেছে৷ এই ভিডিও তে (Viral Video) দেখা যাচ্ছে তিনি ফ্লোরাল প্রিন্টের কোল্ড শোল্ডার ওয়ানপিস পরেছেন৷ তাঁর পিছনে উঁচু পাহাড়, আর পায়ে সমুদ্রের ঢেউ আসছে৷ এই সমুদ্রে ইংরাজি গান বেলি ডান্সার গানে নাচ করছেন৷ তাঁর দারুণ ওয়েস্টার্ন মুভস দেখা গেছে৷ ডান্স ভিডিও  (Dance Video)  দারুণ হয়েছে৷

advertisement

স্বপ্না চৌধুরি নিজেই নিজের ভিডিওকে কিউট বলেছেন

স্বপ্না চৌধুরি (Sapna Choudhary) এই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘‘আগর ইয়ে কিউট হ্যায়, তো ম্যায় ইসে চাহতি হুঁ৷’’ অর্থাৎ যদি এটা মিষ্টি হয় তাহলে এটাকে চাই৷ স্বপ্না চৌধুরি এই ক্যাপশনে দেশি গানের পর বিদেশি গানে নিজের পারফরম্যান্স দেখাতে চাই৷ স্বপ্না চৌধুরির ডান্স মুভের প্রশংসায় ফ্যানরা দিওয়ানা৷

advertisement

আরও পড়ুন - Hardik Pandya Video: ফ্যানদের ভালো লাগে না Hardik Pandya- র, তা নহলে এমন কাজ, Viral Video

ফ্যানরা ভরিয়েছে প্রশংসায়

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

স্বপ্না চৌধুরি (Sapna Choudhary) এক ফ্যান লিখেছেন, ‘‘দারুণ ডান্স মিম’’, আরেক ফ্যান লিখেছেন, ‘‘বিশ্বাস হয় না এটা আপনি৷’’, আবার আরেক জন ফ্যান লিখেছেন , ‘ও দেশি গার্ল সে  কি কুল৷’’ কয়েক ঘণ্টার মধ্যে ভিউ লক্ষ ছাড়িয়েছে আর লাইকও ৫০ হাজার৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: সমুদ্রের নোনা হাওয়া গায়ে লাগিয়ে ক্যামেরার সামনে প্রথমবার ‘এই’ কাজ Sapna Choudhary
Open in App
হোম
খবর
ফটো
লোকাল