সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ স্বপ্না চৌধুরি (Sapna Choudhary) এই মুহূর্তে বছর শেষে গোয়াতে ছুটি কাটাচ্ছেন৷ সেখানে তিনি চুটিয়ে এনজয় করছেন৷ এমনকি স্বপ্না চৌধুরি প্রধানত দেশীয় পোশাকেই পারফরম্যান্স করতে দেখতে পাওয়া যায়, কখনও সালোয়ার কামিজ, পাতিয়ালা থেকে ঘাঘরা৷ কিন্তু সমুদ্রের নোনা হাওয়ায় পোশাকে ভোলবদল স্বপ্না চৌধুরির৷ তাঁর পরণে অফশোল্ডার শিফনের পোশাক৷ সেখানে বিলাতি গানের সঙ্গে ইংরাজি গানে কোমর দোলাচ্ছেন স্বপ্না চৌধুরি (Sapna Choudhary)৷ দেশি স্টাইল সরিয়ে এতেও দারুণ লাস্যময়ী স্বপ্না চৌধুরি (Sapna Choudhary)৷ বিচে বানানো ইনস্টা রিল নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি৷ ডান্স ভিডিও (Dance Video) ) শেয়ার হওয়ার পরেই তা ভাইরাল ভিডিও হয়ে গেছে৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
আরও পড়ুন - Hot Viral Photo: বুকের কাছে শুধুই হুক কী আর যৌবন ধরে রাখতে পারে! নিয়া শর্মা-র ছবিতে আগুন, দেখুন ফটো
স্বপ্না চৌধুরি -র এই অবতার প্রথমবার দেখা গেছে৷ এই ভিডিও তে (Viral Video) দেখা যাচ্ছে তিনি ফ্লোরাল প্রিন্টের কোল্ড শোল্ডার ওয়ানপিস পরেছেন৷ তাঁর পিছনে উঁচু পাহাড়, আর পায়ে সমুদ্রের ঢেউ আসছে৷ এই সমুদ্রে ইংরাজি গান বেলি ডান্সার গানে নাচ করছেন৷ তাঁর দারুণ ওয়েস্টার্ন মুভস দেখা গেছে৷ ডান্স ভিডিও (Dance Video) দারুণ হয়েছে৷
স্বপ্না চৌধুরি নিজেই নিজের ভিডিওকে কিউট বলেছেন
স্বপ্না চৌধুরি (Sapna Choudhary) এই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘‘আগর ইয়ে কিউট হ্যায়, তো ম্যায় ইসে চাহতি হুঁ৷’’ অর্থাৎ যদি এটা মিষ্টি হয় তাহলে এটাকে চাই৷ স্বপ্না চৌধুরি এই ক্যাপশনে দেশি গানের পর বিদেশি গানে নিজের পারফরম্যান্স দেখাতে চাই৷ স্বপ্না চৌধুরির ডান্স মুভের প্রশংসায় ফ্যানরা দিওয়ানা৷
আরও পড়ুন - Hardik Pandya Video: ফ্যানদের ভালো লাগে না Hardik Pandya- র, তা নহলে এমন কাজ, Viral Video
ফ্যানরা ভরিয়েছে প্রশংসায়
স্বপ্না চৌধুরি (Sapna Choudhary) এক ফ্যান লিখেছেন, ‘‘দারুণ ডান্স মিম’’, আরেক ফ্যান লিখেছেন, ‘‘বিশ্বাস হয় না এটা আপনি৷’’, আবার আরেক জন ফ্যান লিখেছেন , ‘ও দেশি গার্ল সে কি কুল৷’’ কয়েক ঘণ্টার মধ্যে ভিউ লক্ষ ছাড়িয়েছে আর লাইকও ৫০ হাজার৷