TRENDING:

Viral Video | Rakulpreet Singh : শরীরে আগুন! মাইনাস ১৫ ডিগ্রি ঠান্ডায় বরফ-পুকুরে স্নান করলেন রাকুল! বলি নায়িকার ভিডিও ভাইরাল

Last Updated:

Viral Video | Rakulpreet Singh : মাথা খারাপ হয়ে গেল নাকি! বিকিনিতে উষ্ণ শরীর! তাই বলে বরফ জলে ডুব? দেখুন ভাইরাল ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই:  রাকুলপ্রীত সিং। বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। অক্ষয় কুমার থেকে শুরু করে অজয় দেবগণ সহ বহু বলিউডের নামী তারকাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সামনেই ‘ ইন্ডিয়া ২’তে ফের দেখা যাবে রাকুলকে। তবে শুধু অভিনয় নয়, রাকুলের নাম বার বার আসে চর্চায়। মাদক কাণ্ডেও জড়িয়েছিল রাকুলের নাম। তবে অভিনেত্রী সম্পর্কে তেমন কোনও খারাপ তথ্য পাওয়া যায় না। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রাকুলের নামও সামনে এসেছিল।
advertisement

রাকুলের মধ্যে একটা দারুণ ছটফটে প্রাণোচ্ছ্বল ব্যাপার আছে। সেই সঙ্গে তিনি অভিনয়টাও বেশ জমিয়েও করেন। তবে শুধু অভিনয় নয়, রাকুল কিন্তু সোশ্যাল মাধ্যমেও বেশ জনপ্রিয়। বিশেষ করে রাকুলকে মাঝে মধ্যেই নানা কিছু পোস্ট করতে দেখা যায় ইনদ্টাগ্রামে। এবার তিনি যা পোস্ট করলেন তা দেখলে হাড়হিম হয়ে যাবে আপনার। বরফের মধ্যে একী করলেন তিনি!

advertisement

আরও পড়ুন:  ২০০, ৫০০, ২০০০-এর নোট বাতিল চেয়ে মামলা! কেন্দ্রের মতের অপেক্ষায় দিল্লি হাইকোর্ট

সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে প্রিন্টেড বিকিনি পরে রাকুল একটি বরফ পুকুরে ডুব দিচ্ছেন। মাইনাস ১৫ ডিগ্রি টেম্পারেচারে বরফ ঘেরা এক পাহাড়ে বরফ গলা জমা জলে ডুব দিচ্ছেন তিনি। হাড় কেঁপে যাওয়ার কথা। তবে দিব্যি ডুব দিয়ে উপরে উঠে এলেন রাকুল। একটুও কাঁপুনি নেই। একে বারে সুপার ওম্যান। আসলে রাকুল ক্রাইয়োথ্রেরাপি নিচ্ছিলেন। শরীরের ব্যথা বা টিস্যুর ট্রিটমেন্টের জন্য এই ট্রিটমেন্ট করা হয়। নিজেকে আরও হেলথি থাকতেই এই ট্রিটমেন্ট। তাই বলে মাইনাস ১৫ তে বরফ জলে ডুব। একটু বারাবারিই করে ফেলেছেন। মনে করছেন তাঁর ভক্তেরা। তবে আপাতত এই ভিডিও ভাইরাল।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video | Rakulpreet Singh : শরীরে আগুন! মাইনাস ১৫ ডিগ্রি ঠান্ডায় বরফ-পুকুরে স্নান করলেন রাকুল! বলি নায়িকার ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল