প্রায় ১৬ ফুট নীচে এনক্লোজারের ট্রেঞ্চে গিয়ে পড়ে শিশুটি। চিড়িয়াখানায় সেই সময় উপস্থিত ব্যক্তিরা এমন হাড়হিম দৃশ্য দেখে চমকে ওঠেন। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে সেই ভিডিও (Viral Video)। ওই এনক্লোজারের ভিতরে ছিল একটি পূর্ণবয়স্ক ভালুক, নাম জুজু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটি ওপর থেকে এনক্লোজারে এসে পড়ার পর ভালুকটি এগিয়ে যায় এবং তার আঘ্রাণ নিয়ে সেখান থেকে সরে যায়। মেয়েটিকে কোনও ভাবে আঘাত করেনি জুজু।
advertisement
আরও পড়ুন: মেটাভার্সে ঢুকতেই 'গণধর্ষণে'র শিকার ভারতীয় মহিলা, ভার্চুয়াল দুনিয়ায় ভয়ংকর কাণ্ড!
এরই মধ্যে নিরাপত্তারক্ষীরা সেখানে চলে যান এবং এনক্লোজারে ঢুকে আভ্যন্তরীণ অংশে ভালুকটিকে ঢুকিয়ে দেন। এবং সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যান। প্রায় ৬ জনে মিলে এনক্লোজারে ঢুকে ভালুককে খাবারের প্রলোভন দেখিয়ে ভিতরের অংশে নিয়ে যান তাঁরা। তখনই অভিযুক্তকে মা-কে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করেছে পুলিশ।
আরও পড়ুন: বাংলায় করোনা সংক্রমণের দৈনিক হার কমলেও আতঙ্ক বাড়াচ্ছে মৃত্যু, জানুন আপডেট
মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বেশ কিছু জায়গায় কেটে গভীর ক্ষত তৈরি হয়েছে। কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটান ওই মহিলা তা এখনও জানা যায়নি। মহিলাকে বহুবার আটকানোর চেষ্টাও করেিছলেন অন্য দর্শক ও নিরাপত্তারক্ষীরা। সেই ঘটনার ভিডিও আপাতত নজর কেড়েছে গোটা দুনিয়ার।