এই যেমন রাণু মন্ডল। এক গানে তুমুল ভাইরাল। সেখান থেকে সোজা চলে গেলেন বলিউড। গেয়ে ফেললেন বলি ছবিতে গান। তবে সেই ভাইরাল রাণু মন্ডলের কিন্তু আজ খুব খারাপ অবস্থা। বিভিন্ন ইউটিউবাররা তাঁর বাড়িতে গিয়ে ভিড় জমায়। বোকা বোকা ভিডিও বানায়। শুধু মাত্র ভাইরাল হবার চেষ্টায়। যা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু যদি কেউ ভাইরাল বিষয়টাকে ঠিক করে ম্যানেজ বা সামলে নিতে পারে তবে সে হয় হেম শর্মা! ভাবছেন তো ইনি কে?
advertisement
আরও পড়ুন: এসি ছাড়াই মুহূর্তে ঠান্ডা হবে ঘর! গরম থেকে রেহাই পেতে জানুন এই উপায়
ইনি একজন গৃহবধূ। হেমা ওরফে হেমলতা সোশ্যাল মাধ্যমে বিশাল চর্চায়। তবে তাঁকে নিয়ে চর্চা ২০২২-এর ডিসেম্বরের শেষ থেকে শুরু হয়। হেমাকে দেখা যায় একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়ে 'মেরে হাসবেন্ড মুঝসে পেয়ার নেহি করতা' এই গানে নাচ করতে। গোটা লোকজনের মাঝেই দারুণ ভঙ্গিমায় নাচেন তিনি। পরনে শাড়ি। ভীষণ মিষ্টি সেই নাচ। মুহূর্তে ভাইরাল হয় সেই নাচ। খুলে যায় হেমার ভাগ্য। রাতারাতি সেলেব হয়ে ওঠে সে। এর পরেও তাঁকে বহুবার এই ধরণের নাচ করতে দেখা যায়। দারুণ নৃত্য শিল্পী তিনি। তবে এখানেই থেমে নেই এবার হেমাকে দেখা যাবে ওয়েব সিরিজেও। সামনেই মুক্তি পাবে হেমা অভিনীত বলি ওয়েব সিরিজ। বেশ কয়েকটি ছবিতে ইতিমধ্যেই হেমাকে দেখা গিয়েছে। তবে এবার দেখা যাবে প্রধান চরিত্রে! নওয়াজ উদ্দিন, ববি দেওল থেকে অনুপম ক্ষের সকলেই প্রশংসায় মেতেছেন এই মেয়ের! হেমাকে অনেকটাই অভিনেত্রী মধুর মতো দেখতে।