গহন মিস এশিয়া বিকিনি গার্ল। বিকিনি গার্ল কন্টেস্টের শিরোপা জেতেন তিনি। তারপরেই বদলে যায় ভাগ্য। ইনস্টাগ্রামে মাঝে মধ্যেই বোল্ড ছবি পোস্ট করেন গহনা। শরীরে প্রায় কিছুই থাকে না। এবার তিনি সামান্য সাদা কাপড়ে নিম্নাঙ্গ ঢেকে বাথটবে বসে পড়লেন। ফটোশ্যুটের মাঝে করলেন বোল্ড ভিডিও। গহনার গোটা শরীর স্পষ্ট এই ভিডিওতে। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়।
advertisement
আরও পড়ুন: মৃত্যুর তিন মাস পর নতুন ধারাবাহিকে ফিরছেন পল্লবী দে! আশায় বুক বাঁধছেন বাবা-মা!
যদিও বোল্ড ও সাহসী পোশাকে এখন সবাইকে টেক্কা দিচ্ছেন উরফি জাভেদ! উরফি প্রতিদিন চর্চায় আসেন নিজের পোশাকের জন্য। পুরোনো জামা কেটে নতুন পোশাক বানিয়ে পরেন উরফি। কখনও কাঁচের টুকরো দিয়ে পোশাক বানা। কখনও ফুলে দিয়ে স্তন ঢেকে বেরিয়ে পড়েন রাস্তায়। এসব করেই মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার উরফির। এবার উরফিকে টেক্কা দিতে একই পথে হাঁটছেন গহনা। নেটিজেনরা বলছেন দ্বিতীয় উরফি জাভেদ। তবে আপাতত গহনার এই ভিডিও তুমুল ভাইরাল!