TRENDING:

Viral Video: পুষ্পার গান ও আন্তাভা-র তালে নতুন বউয়ের উদ্দাম নাচ, বরমালা দিতে নিয়ে যেতে হল বরকে

Last Updated:

Viral Video: নেটিজেনরা এখন দুটি করে ভিডিও মিলিয়ে দেখছেন কোনটায় পারফরম্যান্স বেশি দমদার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আল্লু অর্জুনের (Allu Arjun ) তেলেগু এবং হিন্দি পুষ্পা- দ্য রাইজ (Pushpa: The Rise) ছবি সমালোচক থেকে ফ্যান সকলের মন জিতে নিয়েছেন৷ এই ছবির প্রতিটা গানই সুপারহিট হয়েছে৷ ছবি ও গান দুটো এখন আসমুদ্র হিমাচলকে হিল্লোল করে তুলছে৷ রিল ও ভিডিও দুটোই এখন এই পুষ্পার গানে তৈরি হচ্ছে৷ আল্লু অর্জুনের (Allu Arjun) ডায়লগে একাধিক মানুষ লিপ সিঙ্ক করছেন৷ সম্প্রতি একটি বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বর-বউ বারমাল্য দানের আগে ও আন্তাভা-র তালে নাচানাচি করছেন৷
Viral Video: desi couple dances to pushpa song oo antava during varmala ceremony- Photo Courtesy- Instagram/ Video Grab
Viral Video: desi couple dances to pushpa song oo antava during varmala ceremony- Photo Courtesy- Instagram/ Video Grab
advertisement

তাঁদের ভাইরাল ভিডিওতে (viral video) দেখা যাচ্ছে বর ও বউ কাঁপিয়ে দিচ্ছেন৷ রৌনক শিন্দে এবং প্রাচী মোরকে৷ নাচের তালে কোথাও বউ সুলভ সলজ্জ হাসি ও কোথায় আধোনত মুখ৷ পুষ্পায় আল্লু অর্জুনের কামাল নাচকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন৷ তাঁরা মারাঠি বিয়ের একদম নির্ধারিত পোশাক পরেই নাচছিলেন৷ তাঁদের নাচ এতটা দেখে এতটাই জান রয়েছে তাঁদের বিয়েতে আসা ব্যক্তিরা সকলেই নাচ করছেন৷ নেটিজেনরা যেন ভিডিও থেকে চেটেপুটে স্বাদ নিচ্ছেন সেই আনন্দের৷ দেখে নিন ভাইরাল ভিডিও (viral video) ৷

advertisement

কেমিস্ট্রি স্টুডিও নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই ভিডিও পোস্ট হচ্ছে৷ এই ভিডিওটি লক্ষ লক্ষ হয়ে গেছে৷ এই ভিডিও ২৩ লক্ষেরও বেশি ভিউ (Viral Video)  নিয়ে বিয়েবাড়ি অন্য মাত্রায় পৌঁছে গেছে৷ দেশি দম্পতির পারফরম্যান্স হারাচ্ছে অনেককেই৷

আরও পড়ুন - Bollywood Gossip: পরণে টিশার্ট ও টাইট স্পোর্টসওয়্যার, অন্ধকারে হঠাৎ প্রাক্তন স্বামীর সঙ্গে কি কারণে দেখা মালইকার

advertisement

ও আন্তাভে  (Oo Antava) এই গানটি পুষ্পা দ্য রাইজিং (Pushpa: The Rise)  আল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna)  অভিনয় করেছেন৷ গানটিতে অভিনয় করেছেন সামান্তা প্রভু এবং ইন্দ্রাবতী চৌহান গান করেছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

নেটিজেনরা এখন দুটি করে ভিডিও মিলিয়ে দেখছেন কোনটায় পারফরম্যান্স বেশি দমদার৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: পুষ্পার গান ও আন্তাভা-র তালে নতুন বউয়ের উদ্দাম নাচ, বরমালা দিতে নিয়ে যেতে হল বরকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল