TRENDING:

Aparajita Adhya-Biswanath Basu: প্রাণ ভরে শ্বাস নিন! গুমোট টলি পরিবেশে খোলা হাওয়া বিশ্বনাথ-অপরাজিতা! বাকিটা বলবে ভাইরাল ভিডিও

Last Updated:

Aparajita Adhya-Biswanath Basu: কলকাতার রাস্তায় রিকশা টানছেন বিশ্বনাথ! সঙ্গে অপরাজিতা! গলায় 'চন্দ্রবিন্দু'! গুমোট টলিউডে খোলা হাওয়া বইয়ে দিলেন দুই জুটি! ভাইরাল ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতার রাস্তায় নাকি টলি অভিনেতা বিশ্বনাথ রিকশা চালাচ্ছেন? হ্যাঁ, একেবারে ঠিক শুনেছেন! রিকশা নিয়েই কলকাতার রাস্তায় ছুটছেন তিনি। কিন্তু কেন? এই তো 'পিলু' ধারাবাহিকে ফাটিয়ে অভিনয় করছেন তিনি! তবে সে সব ছেড়ে রিকশা কেন চালাচ্ছেন? টাকার টান! আজকাল টলি বা বলি ইন্ডাষ্ট্রিতে কাজ না থাকা এবং সেই সঙ্গে মানসিক অবসাদ থেকে ঘটছে নানা কিছু। সদ্যই টেলি অভিনেত্রী পল্লবী দের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। সে সবের মধ্যে বিশ্বনাথের রিকশা চালানোর খবরে চাঞ্চল্য হবার কথা তো বটেই। কিন্তু আসল কারণ জানলে অবাক হবেন।
advertisement

বিশ্বনাথ খুব হাসি খুসি মন খোলা একটা মানুষ। অভিনয় থেকে জীবন সব কিছুকেই দারুণ ছন্দে বাঁধতে জানেন তিনি। অবসাদ বা অন্য কিছু তাঁকে ছোঁবে এমন সাহস কই! তবে জানলে অবাক হবেন শুধু বিশ্বনাথ নয় তাঁর সঙ্গে রয়েছেন 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' অপরাজিতা আঢ্যও! বুঝতে পারছেন না তো বিষয়টা কী!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিষয়টা কিছুই না বেশ মজার। এই সময় টলি পাড়া খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তার মধ্যেই সামান্য হলেও খোলা হাওয়া বইয়ে দিলেন বিশ্বনাথ ও অপরাজিতা। সম্প্রতি অপরাজিতা তাঁর ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে ব্যাগ ভর্তি বাজার নিয়ে 'লক্ষ্মী কাকিমা' সিরিয়ালের সাজে টানা রিকশায় বাজার করে ফিরছেন অপরাজিতা। হঠাৎ বদলে যায় রিকশাওয়ালা। চালককে সরিয়ে দিয়ে রিকশা টানতে থাকেন বিশ্বনাথ। মুখে 'চন্দ্রবিন্দু'র বিখ্যাত গান, "আমি যে রিকশা-ওয়ালা দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী তুমি কি আমার হবে।" দু'জনে এক সঙ্গে গাইতে শুরু করলেন! টলিপাড়ায় রোদে শ্যুটিং করতে করতে একটু মজা করে নিলেন তাঁরা। সদ্যই 'কথামৃত'-র শ্যুটিং শেষ করলেন নায়িকা। সে কথাও জানিয়েছেন তিনি! সামান্য হলেও মন হালকা করবে এই ভিডিও। বহু মানুষ এই ভিডিও দেখেছেন। প্রশংসা করেছেন দুই অভিনেতারই!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aparajita Adhya-Biswanath Basu: প্রাণ ভরে শ্বাস নিন! গুমোট টলি পরিবেশে খোলা হাওয়া বিশ্বনাথ-অপরাজিতা! বাকিটা বলবে ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল