বিশ্বনাথ খুব হাসি খুসি মন খোলা একটা মানুষ। অভিনয় থেকে জীবন সব কিছুকেই দারুণ ছন্দে বাঁধতে জানেন তিনি। অবসাদ বা অন্য কিছু তাঁকে ছোঁবে এমন সাহস কই! তবে জানলে অবাক হবেন শুধু বিশ্বনাথ নয় তাঁর সঙ্গে রয়েছেন 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' অপরাজিতা আঢ্যও! বুঝতে পারছেন না তো বিষয়টা কী!
বিষয়টা কিছুই না বেশ মজার। এই সময় টলি পাড়া খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তার মধ্যেই সামান্য হলেও খোলা হাওয়া বইয়ে দিলেন বিশ্বনাথ ও অপরাজিতা। সম্প্রতি অপরাজিতা তাঁর ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে ব্যাগ ভর্তি বাজার নিয়ে 'লক্ষ্মী কাকিমা' সিরিয়ালের সাজে টানা রিকশায় বাজার করে ফিরছেন অপরাজিতা। হঠাৎ বদলে যায় রিকশাওয়ালা। চালককে সরিয়ে দিয়ে রিকশা টানতে থাকেন বিশ্বনাথ। মুখে 'চন্দ্রবিন্দু'র বিখ্যাত গান, "আমি যে রিকশা-ওয়ালা দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী তুমি কি আমার হবে।" দু'জনে এক সঙ্গে গাইতে শুরু করলেন! টলিপাড়ায় রোদে শ্যুটিং করতে করতে একটু মজা করে নিলেন তাঁরা। সদ্যই 'কথামৃত'-র শ্যুটিং শেষ করলেন নায়িকা। সে কথাও জানিয়েছেন তিনি! সামান্য হলেও মন হালকা করবে এই ভিডিও। বহু মানুষ এই ভিডিও দেখেছেন। প্রশংসা করেছেন দুই অভিনেতারই!