৫০ বছর বয়সী মমতা কুলকার্নির এই ছবি দেখে নেটিজেন একবারে তাঁকে চিনতেই পারেননি। সৌন্দর্য ও অভিনয়ের জন্য জনপ্রিয় মমতা কুলকার্নির এ কেমন হাল? ভক্তদের একেবারে চমকে দিয়েছেন নায়িকা তাঁর নতুন ছবি পোস্ট করে। কেউ কেউ তাঁকে ফের সোশ্যাল মিডিয়ায় দেখে দারুণ খুশি, কেউ কেউ আবার কটাক্ষ করতেও ছাড়েননি।
আরও পড়ুন: বর্ষা আসতেই ফুঁসছে কালজানি, আশঙ্কায় সাঁতালির বাসিন্দারা! দাবি একটা বাঁধের
advertisement
আরও পড়ুন: নিষেধাজ্ঞাতেও হল না কাজ, ক্লাবের মধ্যে এ কী কাণ্ড! ক্ষোভে পুড়ছে গোটা পাড়া
কেন বলিউড ছেড়ে চলে গিয়েছিলেন মমতা কুলকার্নি? জানা যায়, ভিকি গোস্বামী নামের এক ড্রাগ মাফিয়ার সঙ্গে বিয়ে করার পর থেকেই একেবারে অন্তরালে মমতা কুলকার্নি। এই মুহূর্তে কেনিয়াতে থাকেন মমতা। এই ভিকি গোস্বামী গুজরাতের আহমেদাবাদের এক পুলিশ অফিসার আনন্দগিরি গোস্বামীর ছেলে। দীর্ঘদিন ধরেই ড্রাগের ব্যবসায় অভিযুক্ত তিনি।
২০১৬ সালে মুম্বইয়ের থানে পুলিশ ১২ এপ্রিল দুটি সাদা গাড়িকে আটক করেছিল। সেখান থেকে প্রায় ২-৩ কেজি ড্রাগ উদ্ধার হয়। চালক ময়ূর ও সাগরকে গ্রেফতার করেছিল পুলিশ। প্রায় ৮০ লক্ষ টাকার ড্রাগ ছিল সেই গাড়িগুলিতে। তদন্তে নেমে পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছিল।