বিশ্বসুন্দরী হয়েও একেবারে ভারতীয় কায়দায় অত্যন্ত সাধারণ খাবার খাওয়ার ছবি দেখে মুগ্ধ অনেকেই৷
আরও পড়ুন: শকুন্তলা বড়ুয়ার মেয়ের সঙ্গে প্রথম বিয়ে, আছে ছেলেও! ৬০ বছরে নতুন সংসার আশিস বিদ্যার্থীর
ছবিতে দেখা যাচ্ছেন, ঐশ্বর্য্যর পরনে লম্বা হাতা ব্রোকেটের ব্লাউজের সঙ্গে সরু সোনালি পাড় গাঢ় গোলাপি রঙের সিল্কের শাড়ি৷ হাতে, কানে, গলায় সোনালি গয়না৷ ‘মিস ওয়ার্ল্ডে’র স্যাশটাও শরীরে জড়ানো৷
advertisement
সামনে রাখা স্টিলের থালায় সাধারণ ভাত-তরকারি৷ পাশে ছোট স্টিলের গ্লাসে জল৷ কাঠের একটা পাতলা পাটাতনে উপরে বসেই খাবার খাচ্ছেন মা ও মেয়ে৷
১৯৯৪ সালের এই ছবিটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে হিস্টোরিক ভিডস৷ শেয়ার করার কয়েক ঘণ্টার মধ্যেই হুহু করে ভাইরাল হয়েছে এই ছবি৷
একজন ছবির নীচে কমেন্ট করেছেন, ‘৯০র দশক এত স্নিগ্ধ ছিল৷ বড় ভাল লাগে৷’ আরেক ইউজারের কথায়, ‘আমাদের ঐতিহ্য ও মূল্যবোধ৷ খাবার এবং ভূমাতাকে শ্রদ্ধার এমন দৃশ্য৷’