উর্ফি জাভেদ (Urfi Javed) সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ ছিলেন৷ নিজের বোল্ড ও সেক্সি লুকে একেবারে মাথা ঘুরিয়ে ছাড়েন বলিউডের বম্ব উর্ফি জাভেদ৷ তবে তাঁর ছবির যেমন প্রশংসক রয়েছে তেমনিই তাঁকে প্রচুর ট্রোলের শিকার হতে হয়৷
আরও পড়ুন -Viral Video: পিএসজি -র ম্যাচে মাঠে মেসির নামে হায় হায়! ফ্যানদের ‘এই’ কাজের ভিডিও ভাইরাল
advertisement
সবুজ রঙের বিকিনি পরে করলেন নাচ
রবিবার বাজার গরম করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন উর্ফি জাভেদ সেখানে তিনি ফুল ফুল ছাপ বিকিনি পরেছেন৷ তার ওপরে একটি শ্রাগ রয়েছে, তা আবার পুরো বুকচেরা৷ তাতে শরীর হিলিয়ে দুলিয়ে নাচছেন উর্ফি জাভেদ ৷
দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)
ক্যাপশনে উর্ফি জাভেদ লিখেছেন , ‘ম্যায় বহুত আচ্ছি নেহি হুঁ’
উর্ফি জাভেদ এই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘‘ ট্রেন্ডস নিয়ে আমি খুব একটা ভাল নই৷ ’ ভিডিও শেয়ারের কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার লাইক এসে গেছে৷ ’
এদিকে এত খোলামেলা পোশাকে ভিডিও করায় সোশ্যাল মিডিয়ার কিছু নেটিজেন তাঁকে বলেছেন আর নয়, এবার থামো৷