TRENDING:

Viral News: বার্বির জামা-জুতো-আসবাবের পর এবার বার্বি থিমের কফিন! কোথায়, কেন এমন সৃষ্টি? জানুন

Last Updated:

Viral News: সম্প্রতি মুক্তি পেয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পুতুল 'বার্বি'-কে নিয়ে একটি সিনেমা। আইকনিক স্টোরি ‘বার্বি’ সিনেমার পরিচালক অস্কার মনোনীত মার্কিন গ্রেটা গেরউইগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি মুক্তি পেয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পুতুল ‘বার্বি’-কে নিয়ে একটি সিনেমা। আইকনিক স্টোরি ‘বার্বি’ সিনেমার পরিচালক অস্কার মনোনীত মার্কিন গ্রেটা গেরউইগ। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন মার্গট রবি এবং রায়ান গসলিং। মুক্তি পাওয়ার আগে থেকে ‘বার্বি’ নিয়ে দর্শকের মনে ছিল প্রবল উন্মাদনা। ছবি মুক্তির পর থেকে ‘বার্বি’ থিমে সেজে উঠেছে দর্শক থেকে প্রেক্ষাগৃহ।
বার্বির জামা-জুতো-আসবাবের পর এবার বার্বি থিমের কফিন!
বার্বির জামা-জুতো-আসবাবের পর এবার বার্বি থিমের কফিন!
advertisement

বার্বির প্রতি অতিরিক্ত ফ্যান্টাসির কারণে ‘বার্বি’ সেজেই সিনেমা হলে যাচ্ছে আট থেকে আশি। ‘বার্বি’ থিমে তৈরি হয়েছে জামা, জুতো থেকে আসবাবপত্র সব। তবে, এবার ‘বার্বি’ থিমে তাক লাগাল গোলাপি কফিন। এনওয়াই পোস্টের একটি প্রতিবেদন অনুসারে, অলিভারেস ফিউনারেল হোম নামে একটি কোম্পানি ‘বার্বি’-থিমে কফিন প্রস্তুত করেছে। এই আকর্ষণীয় গোলাপি কফিনের উপর লেখা হয়েছে, ‘এরপর আপনি বার্বির মতো বিশ্রাম নিতে পারবেন।’

advertisement

একটি প্রচারমূলক ভিডিওতে কোম্পানি বলেছে, ‘এই কফিনটির উজ্জ্বল গোলাপী রং যিনি মারা গিয়েছেন তাঁর বেঁচে থাকা সময়ের অবিস্মরণীয় মুহুর্তগুলির প্রতিনিধিত্ব করবে। আমদের মারা যাওয়ার পর, আমাদের গল্পগুলি মনে রাখা উচিত সকলের এবং এই রং প্রাণবন্ততার সঙ্গে তা বার বার সকলকে মনে করিয়ে দেবে। আমাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ভালবাসা এবং অবিস্মরণীয় স্মৃতির একটি উদযাপন হবে এই রং।’

advertisement

আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! প্রথমবার পিতা-কন্যা জুটি একসঙ্গে পর্দায়, সুখবর শোনালেন সারা আলি খান

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বার্বি-থিমযুক্ত কফিনগুলি কেবল একটি অঞ্চলে সীমাবদ্ধ নয়। মেক্সিকো, এল সালভাদর এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন অংশ জুড়ে ‘বার্বি’ কফিনে প্রিয়জনকে বিদায় জানাচ্ছে। গ্রেটা গারউইগের পরিচালনায় নির্মিত ফ্যান্টাসি-কমেডি ধাঁচের ছবি ‘বার্বি’। যুক্তরাষ্ট্রে মুক্তির প্রথম তিন দিনে ছবিটির টিকিট বিক্রি হয়েছে ১৫৫ মিলিয়ন মার্কিন ডলারের। চলতি বছরের সবচেয়ে বড় ওপেনিং উইকেন্ড কালেকশন এটি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral News: বার্বির জামা-জুতো-আসবাবের পর এবার বার্বি থিমের কফিন! কোথায়, কেন এমন সৃষ্টি? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল