সম্প্রতি ফারহা একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি তাঁর বিয়ের। ২০০৪ সালে শিশির কুন্দরকে বিয়ে করেন তিনি। এরপর তিন সন্তানের মা হন তিনি। এই বিয়ের ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ফারহা! ছবিতে দেখা যাচ্ছে লেহেঙ্গা চোলিতে ফারহা। নাচছেন। পাশে তাঁর সঙ্গে নাচ করছেন রানি মুখোপাধ্যায় ও প্রিয়াঙ্কা চোপড়া। ২০০৪ সালে মানে ওই সময়টায় বলিউডে একের পর এক হিট ছবিতে অভিনয় করছেন রানি এবং প্রিয়াঙ্কা। দু'জনেই সে সময় টপ হিট। ফারহার বিয়েতেও তাঁরা নাচতে ব্যস্ত! কিন্তু এই ছবির পিছনে রয়েছে একটা মজার গল্প।
advertisement
আরও পড়ুন: টাকা চেয়ে দুপুরে ফোন! রাতে মুখ ঢেকে,বাড়িতে ঢুকে যুবককে খুন করা হল! রহস্য খুন মহিষাদলে!
ফারহা নিজেই জানিয়েছেন সেই গল্প! ফারহা লেখেন, " আমার বিয়ের ছবি। যখন দুলহন নিজে নেশা করে নিজের বিয়েতে নাচে। পাশে আবার রানি, প্রিয়াঙ্কা। ওদের পাও দুলছিল। কিন্তু নাচতে গিয়ে আমি আমার হেয়ার এক্সটেনশন, ওড়না এবং মাথার টিকলি যে কোথায় হারিয়েছিলাম জানা নেই!" এই মজার গল্প শেয়ার করে স্মৃতিতে ভাসেন ফারহা! এই পোস্ট সামনে আসতেই নেটিজেনরা নানা মজার কমেন্ট করেন। ভাইরাল হয় এই ছবি!