বিয়ের পর কয়েকদিন ছুটি কাটিয়ে, ফের কাজে মন দিয়েছেন তৃণা। চুটিয়ে করছেন সিরিয়ালে অভিনয়। সেই সঙ্গে আবার দলের চিন্তাও মাথায় আছে। তাই সব সময় ব্যস্ত এই নায়িকা। ব্যস্ততার মাঝেও তৃণাকে মাঝে মধ্যেই নানা মজা করতে দেখা যায়। ঠিক 'খড়কুটো'র গুনগুনের মতোই ছটফটে তিনি। মাঝে মধ্যেই নানা মজার ভিডিও বানিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন তৃণা সাহা। কখনও স্বামী নীলের সঙ্গে নাচের ভিডিও। আবার কখনও বন্ধুদের সঙ্গে নাচ।
advertisement
সম্প্রতি তেমনই একটি দারুণ নাচের ভিডিও শেয়ার করলেন তৃণা সাহা। মাথা ভর্তি সিঁদুর। কালো জিন্স আর হালকা হলুদ টপ পরে, দুই বন্ধুকে নিয়ে নাচ জুড়লেন নায়িকা। মাঝ রাস্তায় তেড়ে নাচ করলেন তিনি। এই নাচের ভিডিও ইনস্টাতে শেয়ার করে তৃণা লেখেন, "নাচের কারণ একটাই ইটস ট্রেন্ডিং"। ভিডিওটি তিনি সোনাল মিশ্র ও প্রিয়াঙ্কা মিত্রকে ট্যাগ করেন। মুহূর্তে ভাইরাল হয় এই ভিডিও।
