TRENDING:

Kajol in Durga Puja: ফোনে মন, দুর্গামণ্ডপে সিঁড়ি থেকে পড়লেন কাজল! সপ্তমীতে মুখোপাধ্যায় বাড়ির পুজোর ভিডিও ভাইরাল

Last Updated:

Kajol in Durga Puja: সপ্তমীর সকালে মুখোপাধ্যায়দের দুর্গাপুজোর প্যান্ডেলে তখন চলছিল পুষ্পাঞ্জলির আয়োজন। রানি রঙের শাড়িতে সেজেছিলেন কাজল। খোঁপায় গোলাপি রঙের ফুল বেঁধেছিলেন। মাথায় ছোট্ট টিপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: জমে গিয়েছে বলিউডের দুর্গাপুজো। মুখোপাধ্যায় বাড়ির প্রাচীন, ঐতিহ্যবাহী পুজোয় বলি তারকাদের ভিড়। কাজল এবং রানি মুখোপাধ্যায় তাঁদের পরিবারের সঙ্গে পুজোর দায়িত্ব কাঁধে নিয়েছেন। ষষ্ঠীতেও কাজলের সাবেকি সাজের ভিডিও প্রকাশ পেয়েছিল পাপারাৎজিদের দৌলতে। এবার সপ্তমীর সকালেও তাঁর ভিডিও ভাইরাল। এবার অবশ্য কারণটা একটু অন্য।
ফোনে মন, মণ্ডপের সিঁড়ি থেকে পড়লেন কাজল! মুখোপাধ্যায় বাড়ির পুজোর ভিডিও ভাইরাল
ফোনে মন, মণ্ডপের সিঁড়ি থেকে পড়লেন কাজল! মুখোপাধ্যায় বাড়ির পুজোর ভিডিও ভাইরাল
advertisement

আরও পড়ুন: হলুদ শাড়ি-সাবেকি গয়নায় সেজে পারিবারিক দুর্গাপুজোয় হাজির কাজল, ভিডিও মুহূর্তে ভাইরাল

সপ্তমীর সকালে মুখোপাধ্যায়দের দুর্গাপুজোর প্যান্ডেলে তখন চলছিল পুষ্পাঞ্জলির আয়োজন। রানি রঙের শাড়িতে সেজেছিলেন কাজল। খোঁপায় গোলাপি রঙের ফুল বেঁধেছিলেন। মাথায় ছোট্ট টিপ। মাইকে ঘোষণা চলছিল। হঠাৎই ঘটল দুর্ঘটনা।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ফোন দেখতে দেখতে হেঁটে যাচ্ছেন কাজল। সামনে সিঁড়িটা খেয়াল করেননি তিনি। পা বাড়াতেই ধপাস করে নীচে পড়ে গেলেন অভিনেত্রী। হাত থেকে পড়ে গেল ফোন। বাকি সকলে তাঁকে সামলাতে এগিয়ে এলেন। সঙ্গে এল কাজলের ছেলে যুগও। মাকে সামলাতে এগিয়ে এল সে। তার পরনে ছিল সাদা পাঞ্জাবী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর দিন দিঘার জগন্নাথ মন্দিরে বিশেষ পুজো, প্রদীপে-প্রদীপে প্রজ্বলিত মন্দির চত্বর
আরও দেখুন

সঙ্গে সঙ্গে ধেয়ে এলেন নেটিজেনরা। ভিডিও মন্তব্য বাক্সে নায়িকাকে শিক্ষা দেওয়ার জন্য লিখতে বসলেন, ‘ফোনে মন না দিয়ে সামনে তাকিয়ে হাঁটা উচিত ছিল।’ অবশ্য কেউ কেউ আবার এমন ভিডিও পোস্ট না করার জন্য অনুরোধ করলেন। তাঁদের মতে, যে কারও সঙ্গে এমনটা হতে পারে, সেই ধরনের ভিডিও পোস্ট করে তারকাদের বিব্রত করার মানে হয় না।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kajol in Durga Puja: ফোনে মন, দুর্গামণ্ডপে সিঁড়ি থেকে পড়লেন কাজল! সপ্তমীতে মুখোপাধ্যায় বাড়ির পুজোর ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল