আরও পড়ুন: হলুদ শাড়ি-সাবেকি গয়নায় সেজে পারিবারিক দুর্গাপুজোয় হাজির কাজল, ভিডিও মুহূর্তে ভাইরাল
সপ্তমীর সকালে মুখোপাধ্যায়দের দুর্গাপুজোর প্যান্ডেলে তখন চলছিল পুষ্পাঞ্জলির আয়োজন। রানি রঙের শাড়িতে সেজেছিলেন কাজল। খোঁপায় গোলাপি রঙের ফুল বেঁধেছিলেন। মাথায় ছোট্ট টিপ। মাইকে ঘোষণা চলছিল। হঠাৎই ঘটল দুর্ঘটনা।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ফোন দেখতে দেখতে হেঁটে যাচ্ছেন কাজল। সামনে সিঁড়িটা খেয়াল করেননি তিনি। পা বাড়াতেই ধপাস করে নীচে পড়ে গেলেন অভিনেত্রী। হাত থেকে পড়ে গেল ফোন। বাকি সকলে তাঁকে সামলাতে এগিয়ে এলেন। সঙ্গে এল কাজলের ছেলে যুগও। মাকে সামলাতে এগিয়ে এল সে। তার পরনে ছিল সাদা পাঞ্জাবী।
সঙ্গে সঙ্গে ধেয়ে এলেন নেটিজেনরা। ভিডিও মন্তব্য বাক্সে নায়িকাকে শিক্ষা দেওয়ার জন্য লিখতে বসলেন, ‘ফোনে মন না দিয়ে সামনে তাকিয়ে হাঁটা উচিত ছিল।’ অবশ্য কেউ কেউ আবার এমন ভিডিও পোস্ট না করার জন্য অনুরোধ করলেন। তাঁদের মতে, যে কারও সঙ্গে এমনটা হতে পারে, সেই ধরনের ভিডিও পোস্ট করে তারকাদের বিব্রত করার মানে হয় না।