এই ছবির মাধ্যমে বহু বছর পর বাংলার মানুষ দেখবেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে৷ একসময় টলিউডে তাঁকে বহু ছবিতে দেখা গেলেও আপাতত তিনি কলকাতা থেকে বহু দূরে৷ নিজেকে অনেকটাই গুটিয় নিয়েছেন৷ পাহাড়ের কোলে তাঁর বসবাস৷ তাছাড়া শরীরও তাঁর বিশেষ ভাল না৷ তাই আপাতত বাংলা ছবি খুবই জনপ্রিয় অভিনেতা নিজেকে প্রায় গুটিয়ে নিয়েছেন ছবি থেকে৷ আকরিক ছবির হাত ধরে আবার ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে বড়পর্দায় দেখতে পারবেন দর্শক৷
advertisement
‘অন্তর্ঘাত’, ‘সেভেন ডেজ’, ‘অস্ত্র’-এর মতো ছবির পরিচালক তথাগত ভট্টাচার্য্য৷ তাঁর পরিচালনায় পর্দায় ভিক্টর-ঋতুপর্ণা৷ নিজের কাজ নিয়ে খুবই উচ্ছ্বসিত পরিচালক৷
আরও পড়ুন Sudipa Chatterjee: শোক কাটিয়ে বাড়ির নতুন অতিথিকে ভান্টু-babyকে নিয়ে দারুণ খুশি সুদীপা
'আইসবার্গ ক্রিয়েশনস'-এর ছবি 'আকরিক'-এ ঋতুপর্ণা সেনগুপ্ত, ভিক্টর বন্দ্যোপাধ্য়ায় ছাড়াও অভিনয় করেছেন অনুরাধা রায়, অঙ্গনা বসু, সুদেষ্ণা চক্রবর্তী, সুপ্রতীম রায়, জয়শ্রী অধিকারী, অনিন্দ্য সরকার, অভিষেক গঙ্গোপাধ্যায় ও শিশু শিল্পী স্বপ্নদ্বীপ অধিকারী, অঙ্কন মল্লিক।