TRENDING:

The Immortal Ashwatthama : প্রযোজকের ক্ষতি ৩০ কোটি! ভিকি কৌশলের আগামী ছবি ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ নাকি অথৈ জলে?

Last Updated:

সে সময়েই ঘোষণা করা হয়েছিল, এ বার তৈরি হবে ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা৷ (The Immortal Ashwatthama)’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর প্রথম বর্ষপূর্তি হয় গত বছর ৷ সে সময়েই ঘোষণা করা হয়েছিল, এ বার তৈরি হবে ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা৷ (The Immortal Ashwatthama)’ ভিকি কৌশল, প্রযোজক রনি স্ক্রুওয়ালা এবং পরিচালক আদিত্য ধরের প্রথম যুগলবন্দি হিসেবে এই ছবি ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে ৷ তবে তার পর থেকে সামাজিক মাধ্যমে য এর পোস্টার শেয়ার করা হয়েছিল মাত্র কয়েকটি ৷ নির্মাতাদের তরফে আসেনি কোনও বড় ঘোষণাও ৷
advertisement

এখন শোনা যাচ্ছে, ছবিটি আদৌ তৈরি নাও হতে পারে ৷ আর্থিক কারণেই ছবিটি অনির্দিষ্ট কালের জন্য মুলতুবি হয়ে গিয়েছে ৷ তবে ইতিমধ্যেই প্রি পোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছিল ৷ তার জন্য প্রযোজকের ৩০ কোটি টাকা খরচও হয়ে গিয়েছে ৷ এখন ওই বিনিয়োগ পুরোপুরি চলে গিয়েছে ক্ষতির খাতায় ৷

সংবাদমাধ্যমে প্রকাশিত, দু’ বছরের বেশি সময় ধরে ‘অশ্বত্থামা’ ছবির প্রস্তুতিপর্ব চলছিল ৷ প্রি ভিস্যুয়ালাইজেশন, ভিএফএক্স দলের সঙ্গে বৈঠক, ভিকি কৌশল ও সারা আলি খানের সঙ্গে বিস্তারিত আলোচনা-একে একে হয়েছে সবই ৷ ’’

advertisement

কিন্তু শোনা যাচ্ছে ছবির বাজেট নিয়ে পরিচালক ও প্রযোজক সহমত হতে পারেননি ৷ বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করে দেওয়ার পর প্রযোজকের মনে হয় ছবির চূড়ান্ত বাজেট নিয়্ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ৷ তাঁর মনে হয়েছিল, পরিস্থিতি অতিমারিহীন হলেও এই অর্থ আবার তোলা যাবে না ৷ প্রাথমিক পর্বে ছবির বাজেট ছিল সীমিত ৷ কিন্তু প্রোডাকশন পূ্র্ববর্তী কাজ শুরু হতেই বাজেট একলাফে বেড়ে যায় অনেক ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এই ছবির সঙ্গে সারা আলি খানের নাম গুঞ্জনে শোনা গেলেও তিনি নিজে কোনওদিন এ বিষয়ে কিছু বলেননি ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
The Immortal Ashwatthama : প্রযোজকের ক্ষতি ৩০ কোটি! ভিকি কৌশলের আগামী ছবি ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ নাকি অথৈ জলে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল