TRENDING:

ইনিই এবার হচ্ছেন দীপিকার স্বামী ! গুঞ্জন তুঙ্গে

Last Updated:

বাজিরাও মস্তানি’ বক্স অফিসে জবরদস্ত হিট ! উলটো দুকে শাহরুখ খানের ছবি ‘দিলওয়ালে’কে একেবারে কুপোকাত করে বছরের সেরা ছবি হয়ে ওঠে সঞ্জয় লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ‘বাজিরাও মস্তানি’ বক্স অফিসে জবরদস্ত হিট ! উলটো দুকে শাহরুখ খানের ছবি ‘দিলওয়ালে’কে একেবারে কুপোকাত করে বছরের সেরা ছবি হয়ে ওঠে সঞ্জয় লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’ ৷ আর সেই সাফল্যকে সঙ্গে নিয়েই ফের পর্দায় বনশালি আনতে চলেছে আরেকটি পিরিয়ড ছবি ‘পদ্মাবতী’ ! আর আপাতত এই ছবি নিয়ে নানা গুঞ্জেন ব্যস্ত বলিউড !
advertisement

বনশালির ‘পদ্মাবতী’তে মূল ভূমিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ৷ তবে গুঞ্জনটা রটেছে অন্য একজনকে নিয়েই ৷ অভিনেতার নাম ভিকি কৌশল ৷ ‘মাসান’, ‘রমন রাঘব’ ছবিতে অভিনয় করেই জনপ্রিয়তায় এসেছেন তিনি ৷ শোনা গিয়েছে, বনশালির ‘পদ্মাবতী’ ছবিতে তিনিই নাকি হতে চলেছেন দীপিকা পাড়ুকোনের স্বামী !

গুঞ্জনে এসেছে, বেশ কিছুদিন ধরেই বনশালি অডিষন নিচ্ছেন ভিকি-র ৷ আর তা নাকি একেবারে দীপিকার স্বামীর চরিত্রের জন্য ৷ তবে পুরো ব্যাপারটি নিয়ে আপাতত মুখ খুলতে রাজি নন ভিকি ৷ শুধু জানিয়েছেন, ‘এখন এই নিয়ে বলার মতো কিছু নেই !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

আপাতত দীপিকা ব্যস্ত, তাঁর হলিউড প্রোজেক্ট ‘ট্রিপল এক্স’ নিয়ে ৷ অন্যদিকে রণবীর ব্যস্ত আদিত্য চোপড়ার ‘বেফিকরি’ ছবি নিয়ে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
ইনিই এবার হচ্ছেন দীপিকার স্বামী ! গুঞ্জন তুঙ্গে