আরও পড়ুন: ৭ টি দুধসাদা ঘোড়ায় টানা গাড়িতে বর, কনে থাকবেন পালকিতে, আজই সপ্তপদী ভিকি-ক্যাটরিনা
কিন্তু সমানে সমানে নয়, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, খরচের ৭৫ শতাংশ-ই দিচ্ছেন ক্যাটরিনা, বাকি ২৫ শতাংশ আসছে ভিকির পকেট থেকে। নিরাপত্তারক্ষীদের বেতন এবং আমন্ত্রিতদের যাতায়াত-সহ আরও কিছু খাতে টাকা দিচ্ছেন ক্যাট, বাকি ২৫ শতাংশ খরচ বহন করছেন ভিকি (Vicky Kaushal and Katrina Kaif wedding)।
advertisement
এদিন সকাল ৮ থেকে ১১ অবধি চলে প্রাতরাশ পর্ব৷ দুপুর ১ টার পর হয় ‘সেহরা বন্দি’৷ রিসর্টের লনে দুপুর ৩ টে থেকে সজ্জিত হয় কাচের বিবাহ মণ্ডপ৷ তার পরই সাতটি সাদা ঘোড়ায় টানা গাড়িতে বিয়ে করতে আসবেন ভিকি৷ ক্যাটরিনা ছাদনাতলায় পৌঁছবেন পালকিতে৷ সন্ধ্যা ৬ টার সময় ‘সাত ফেরে’, বা সাতপাকে ঘোরা (Vicky Kaushal and Katrina Kaif wedding) ৷ রীতি মেনে ক্যাটরিনার গলায় ভিকি পরিয়ে দেবেন মঙ্গলসূত্র৷ রাত ৮টা থেকে শুরু হবে পার্টি ও অতিথি আপ্যায়ন৷
সোয়াই মাধোপুর জেলার ‘জনতা যোধপুর সুইট হোম’ বরাত পেয়েছে বিয়েবাড়িতে গুজরাতি ও রাজস্থানি মিষ্টি পৌঁছে দেওয়ার (local Rajasthani sweets)৷ সঙ্গীত ও হলদি অনুষ্ঠানে ইতিমধ্যেই তারা পাঠিয়েছে ১০ রকম মিষ্টান্ন৷ এই দোকান থেকে বিয়েবাড়িতে পৌঁছেছে ৮০ কেজি ওজনের বিভিন্ন স্বাদের মিষ্টি৷ তার মধ্যে ছিল ‘মুগডালের বরফি’, ‘গুজরাতি বখলায়া’, ‘কাজু পান’ এবং ‘চকো বাইট’ (Vicky Kaushal and Katrina Kaif wedding)৷ বৃহস্পতিবার মিষ্টিান্ন ছাড়াও বিয়েবাড়িতে এই দোকান থেকে যাবে ১০০ রকমের সমোসা ও ধোকলা৷
বিয়ের মেনুতে স্থানীয় স্বাদের মধ্যে থাকছে কচৌরি, দহি ভল্লা এবং চাট ও কাবাব৷ থাকবে রাজস্থানি খাবার-ও (Vicky Kaushal and Katrina Kaif wedding)। বাদ যাবে না উত্তর ভারতের কাবাব ও মাছের পদ। ইতালীয় শ্যেফ তৈরি করছেন ৫ স্তর বিশিষ্ট নীলসাদা রঙের বিয়ের কেক যার পোশাকি নাম টিফ্যানি ওয়েডিং কেক৷
ঐতিহ্যবাহী রাজস্থানি খাবারের মধ্যে থাকছে ডাল বাটি চুরমা৷ সেই ডাল আবার হবে ১৫ রকমের আলাদা স্বাদের (Vicky Kaushal and Katrina Kaif wedding)৷ বিয়েবাড়ি জুড়ে থাকবে পান, ফুচকা এবং অন্যান্য ভারতীয় স্বাদের খাবারের স্টল৷