TRENDING:

Death News: শাহরুখ-সলমন-সইফ... কাজ করেছেন প্রথম সারির অভিনেতাদের সঙ্গে! প্রয়াত সেই অভিনেত্রীর স্বামী

Last Updated:

তাঁর মৃত্যুর ৮ বছর পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী তথা প্রবীণ থিয়েটার অভিনেতা বিবেক লাগু ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০১৭ সালে মৃত্যু হয় প্রখ্যাত অভিনেত্রী রিমা লাগুর৷ তাঁর মৃত্যুর ৮ বছর পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী তথা প্রবীণ থিয়েটার অভিনেতা বিবেক লাগু ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর ৷
News18
News18
advertisement

১৯ জুন বিবেক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি লাগু মারাঠি থিয়েটার অভিনেতা ছিলেন ৷ বিয়ের কিছুদিন পরেই অবশ্য তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল। রিমা লাগু সিনেমা ও সিরিয়ালে অত্যন্ত জনপ্রিয় একটি নাম ৷ বলিউডের পাশাপাশি বহু মারাঠি ছবিতেও অভিনয় করেছেন তিনি ৷ তাঁর আসল নাম গুরিন্দর ৷ জন্ম ১৯৫৮ সাল ৷ ১৯৭০ সালে হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় শুরু করেন রিমা লাগু ৷ মারাঠি অভিনেতা বিবেক লাগুর সঙ্গে তার বিয়ে হয় ৷ এরপর গুরিন্দর থেকে নিজের নাম বদলে রাখেন রিমা লাগু ৷

advertisement

আরও পড়ুন: NIRF র‍্যাঙ্কিংয়ে ভারতের সেরার সেরা মেডিক্যাল কলেজ কোনগুলো? তালিকায় বাংলার কোন কলেজ? রইল পুরো তালিকা

তাঁর অভিনয় দক্ষতা বরাবরই প্রশংসিত হয়েছে ৷ তাঁর অভিনীত ছবিগুলির অন্যতম হল ‘বাস্তব’, ‘সাজন’, ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ৷ শাহরুখ থেকে সলমন বলিউডের প্রায় সমস্ত প্রথমসারির অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে রিমা লাগুকে অভিনয় করতে দেখা গিয়েছে ৷ সহ অভিনেত্রী হিসেবে চারবার ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন রীমা লাগু।

advertisement

১৯৭৬ সালে একটি ব্যাংকে কর্মরত থাকাকালীন বিবেক এবং রিমার প্রথম দেখা হয়। থিয়েটারের প্রতি ভালবাসাই তাঁদের একত্রিত করতে সাহায্য করে। ১৯৭৮ সালে তাঁরা বিয়ে করেন। বিবেক এবং রিমার কন্যা সন্তানও আছে, যার নাম মৃন্ময়ী লাগু ওয়াইকুল। মৃন্ময়ী পরিবারের শৈল্পিক উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে গেছেন। থাপ্পড় এবং স্কুপের মতো ছবিতে লেখক ও পরিচালক হিসাবে কাজ করেছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Death News: শাহরুখ-সলমন-সইফ... কাজ করেছেন প্রথম সারির অভিনেতাদের সঙ্গে! প্রয়াত সেই অভিনেত্রীর স্বামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল