TRENDING:

প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন, ৮৯ বছর বয়সে জীবনাবসান শ্রাবণী-ইন্দ্রাণীর মায়ের

Last Updated:

গত ২১ ডিসেম্বর থেকে মিন্টো পার্কে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকালই তাকে বাড়িতে নিয়ে আসা হয় বেশ কিছুদিন ধরেই বার্ধক্য জনিত সমস্যায় আক্রান্ত ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন। ৮৯ বছর বয়স বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ প্রয়াত হন তিনি। জীবনের শেষ মুহূর্তে ল্যান্সডাউনের আবাসনে ছিলেন।
advertisement

গত ২১ ডিসেম্বর থেকে কলকাতার মিন্টো পার্কে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকালই তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। বেশ কিছুদিন ধরেই বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন বিশিষ্ট গায়িকা। সম্প্রতি নিউমোনিয়াও ধরা পড়ে। ফুসফুসে সংক্রমণ ছিল। পরিবারের লোকজন শেষ সময়ে তাঁকে বাড়িতেই রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।

গতকালই জানা গিয়েছিল, তাঁর শারীরিক অবস্থান অবনতি হয়েছে। অত্যন্ত সঙ্কটজনক ছিলেন। তার পরেই সব শেষ। ইতি হল সঙ্গীতজগতের এক অধ্যায়ের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

তাঁর দুই মেয়ে ইন্দ্রাণী সেন এবং শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে জনপ্রিয়। মায়ের কাছেই গান শেখা। মায়ের সঙ্গেই এই সুরেলা পথচলা। মায়ের মতো রবীন্দ্রসঙ্গীতেই যাপন শ্রাবণীর। ইন্দ্রাণী একইসঙ্গে রবি ঠাকুরের গান, আধুনিক গানে নিজের জগৎ তৈরি করেছেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন, ৮৯ বছর বয়সে জীবনাবসান শ্রাবণী-ইন্দ্রাণীর মায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল