বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রীমা লাগুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রবীণ অভিনেতা-পরিচালক বিবেক লাগু৷ মুম্বইয়ের ওশিওয়ারা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! শনির বিরাট চালে ‘গোল্ডেন টাইম’ শুরু ৩ রাশির, উপচে পড়বে টাকা-ব্যাঙ্ক ব্যালেন্স, দিনে দ্বিগুণ রাতে চারগুণ উন্নতি! খুলবে পোড়া কপাল
বিবেক লাগু বিভিন্ন ধারা এবং ভাষার বিভিন্ন চলচ্চিত্র এবং টেলিভিশন প্রযোজনায় অংশ নিয়েছিলেন। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে ‘গোদাবরী নে কায়ে কেলে’, ‘আগলি’, ‘হোয়াট অ্যাবাউট সাভারকর?’ এবং ’31 ডিভাস’।
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে গ্রহরাজ সূর্যের…! এক ইশারায় কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! ৫ রাশির কপালে ‘জ্যাকপট’, ভাসবেন টাকার সাগরে, যা ছোঁবেন তাই সোনা
তিনি মারাঠি থিয়েটার এবং টেলিভিশনের একটি জনপ্রিয় নামও ছিলেন, যা একজন শিল্পী এবং কথক হিসেবে তাঁর পরিধি প্রদর্শন করে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে৷